শেষ আপডেট: 13th September 2020 07:04
দ্য ওয়াল ব্যুরোঃ দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস বা এইমস থেকে বাড়ি ফেরার দু’সপ্তাহের মধ্যেই শনিবার গভীর রাতে ফের এইমসে ভর্তি করতে হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এইমসের কার্ডিও নিউরো টাওয়ারে রাখা হয় তাঁকে। রবিবার সকালে হাসপাতালের তরফে জানানো হল, সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে চেকআপের জন্য ভর্তি হয়েছেন অমিত শাহ। রবিবার এইমস-এর তরফে বুলেটিনে জানানো হয়, “গত ৩০ অগস্ট কোভিড পরবর্তী চিকিৎসার পর এইমস থেকে ছাড়া পান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সময় চিকিৎসকের দেওয়া পরামর্শ অনুযায়ী সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে সম্পূর্ণ শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এই কাজের জন্য ১-২ দিন এখানে ভর্তি থাকবেন তিনি।” এর আগে গত ২ অগস্ট অমিত শাহর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তার পর তাঁকে গুরুগ্রামের মেদান্তা মেডিসিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর পরে ১৪ অগস্ট তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। সেদিন তিনি টুইট করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী জানান, “ভগবানের কৃপায় ও আপনাদের আশীর্বাদে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে চিকিৎসকদের পরামর্শে আগামী কিছু দিন আমি হোম আইসোলেশনেই থাকব।” কিন্তু বাড়ি ফেরার ক’দিন বাদেই তাঁকে ফের হাসপাতালে ভর্তি হতে হয়। ১৭ অগস্ট রাতে প্রাক্তন বিজেপি সভাপতিকে ভর্তি করা হয় নয়াদিল্লির এইমস হাসপাতালে। জানা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন করে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সেই কারণেই প্রথমে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সিটি স্ক্যান হয় শাহের। সেই রিপোর্টে বুকে সংক্রমণ ধরা পড়ায় এইমসে ভর্তি করা হয়। কোভিড পরবর্তী চিকিৎসা শুরু হয় তাঁর। সেখানে বেশ কয়েক দিন চিকিৎসার পরে সুস্থ হয়ে গত ৩১ অগস্ট বাড়ি ফেরেন তিনি। তার পর শনিবার তাঁকে ফের এইমসে ভর্তি করতে হয়েছে। এমনিতে স্বরাষ্ট্র মন্ত্রীর ডায়াবেটিস রয়েছে। খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে তিনি বেশ সংযমী। তবে তিনি ফের হাসপাতালে ভর্তি হওয়ায় কিছুটা হলেও চিন্তায় ছিলেন বিজেপি নেতা-কর্মীরা। এদিনের হাসপাতালের বুলেটিন প্রকাশের পর অনেকটাই নিশ্চিন্ত হয়েছেন তাঁরা।