Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'এটা একটা সুন্দর অনুভূতি', সন্তান আগমনের খবরে আর কী বললেন রাজকুমার রাও?আলোর ঝলকানি আর শরীরে শুধু সাদা মনোকিনি, ফটোশুটে নজর কাড়লেন প্রজ্ঞা জয়সওয়ালএসএনইউ-তে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে নতুন শিক্ষা পদ্ধতি, কেন এই কোর্স সম্ভাবনাময়বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসকবর্ষায় ইলিশের বাহার, কলকাতার সেরা পাঁচতারা হোটেলে শুরু 'হিলসা ফেস্টিভ্যাল', কবে কোথায়?এখন শুধু নেগেটিভ আর ন্যারেটিভ, পজিটিভটা কেউ বলে না! শিল্পান্নর উদ্বোধনে বললেন মমতানিম্নচাপ কিছুটা সরলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, বাড়বে ভোগান্তি'ওঁকে অসুস্থ বলে মনে হচ্ছে, ভয়ানক লাগছে’, করণের চেহারা দেখে উদ্বেগে নেটপাড়াশরীরের একদিকে ব্লেজার, আরেক দিকে শুধুই ব্রা! প্রিয়াঙ্কার ফটোতে কমেন্ট আসছে 'উফ! সো... হট'বিশ্বমঞ্চে মোস্টলি সেন! টাইমসের ‘ডিজিটাল কণ্ঠ’-র তালিকায় একমাত্র ভারতীয় প্রাজক্তা

জম্মু-কাশ্মীরে ভারী তুষারপাত, হাইওয়েতে দাঁড়ানো গাড়ির ভিতরে উদ্ধার দু’জনের মৃতদেহ

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে ভারী তুষারপাত। তার ফলে একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। তাতে জাতীয় সড়কের উপরেই থমকে যায় বহু গাড়ি। রবিবার বানিহালের কাছে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি মিনি-ট্রাকের ভিত

জম্মু-কাশ্মীরে ভারী তুষারপাত, হাইওয়েতে দাঁড়ানো গাড়ির ভিতরে উদ্ধার দু’জনের মৃতদেহ

শেষ আপডেট: 24 January 2021 22:18

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরে শুরু হয়েছে ভারী তুষারপাত। তার ফলে একদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। তাতে জাতীয় সড়কের উপরেই থমকে যায় বহু গাড়ি। রবিবার বানিহালের কাছে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি মিনি-ট্রাকের ভিতর থেকে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। গোটা বছর কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত রাখার কাজ করে থাকা ২৭০ কিলোমিটার লম্বা এই জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। একদিন বন্ধ থাকার পরে রবিবার বিকেলে তা কাশ্মীরের দিকে যাওয়ার জন্য খুলে দেওয়া হয়। তারপরেই এই খবর পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, দুই যুবকের নাম শাবির আহমেদ ও মাজিদ গুলজার মির। উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার ক্রালপোড়ার বাসিন্দা শাবিরের বয়স ২২ বছর ও মাজিদের ৩০ বছর। শনিবার তারা গাড়িতে করে শ্রীনগর যাচ্ছিল। কিন্তু রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় জওহর টানেলের কাছে আটকে পড়ে তারা। এদিন সকালে গাড়ির মধ্যে থেকে তাদের অচেতন দেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। প্রচণ্ড ঠান্ডা, নাকি গাড়ির মধ্যে দম বন্ধ হয়ে দু’জনের মৃত্যু হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে হিটার জ্বালিয়ে রেখেছিল তারা। এছাড়া তারা একটি আগুন জ্বালানোর পাত্রে কয়লা জ্বালিয়ে রাতে নিজেদের গরম রাখার চেষ্টা করে। সেটা করতে গিয়েই হয়তো এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পরে বানিহাল রেলওয়ে চকে প্রতিবাদ দেখান সাধারণ মানুষ। তাঁদের মধ্যে অনেক ড্রাইভারও ছিলেন। তাঁদের দাবি, সরকারের গাফিলতিতেই দু’জনের মৃত্যু হয়েছে। তারা পাথর ছুড়তেও শুরু করে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় বেশ কিছুক্ষণ উত্তপ্ত থাকে এলাকা। বিক্ষুব্ধদের দাবি, সরকারের উচিত গাড়িগুলিকে সম্প্রতি নির্মীত বানিহাল-কাজিগুন্ড টানেল দিয়ে বের করে দেওয়া। তাহলে এই সমস্যা হয় না। কিন্তু আধিকারিকরা জানিয়েছেন, এখনও টানেলের মধ্যে কাজ চলছে। তাই এখনও যান চলাচলের অনুমতি দেওয়া হয়নি।

ভিডিও স্টোরি