শেষ আপডেট: 17th May 2020 12:54
দ্য ওয়াল ব্যুরো: পরিবারের কিছু সদস্যের সঙ্গে হেঁটেই বাড়ি ফিরছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিক। রাস্তায় খাবার বিশেষ জোটেনি। না খেয়েই টানা তিনদিন হাঁটার ধকল আর নিতে পারেননি তিনি। পথেই মৃত্যু হল ওই শ্রমিকের। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের কাছে। জানা গিয়েছে ৬০ বছর বয়সী ওই শ্রমিকের নাম বিক্রম। উত্তরপ্রদেশের হরদোই জেলার বাসিন্দা বিক্রম কাজ করতেন মহারাষ্ট্র। লকডাউনের ফলে কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েন তিনি। অবশেষে গত বৃহস্পতিবার তাঁরা ঠিক করেন হেঁটেই বাড়ি ফিরবেন। পরিবারের অন্যান্য সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার হাঁটা শুরু করার আগে ভালভাবে খেয়েছিলেন তাঁরা। প্রথমে একটি ট্রাকে করে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশের কনৌজ জেলায় পৌঁছন তাঁরা। লখনউ থেকে কনৌজের দূরত্ব ১২০ কিলোমিটার। বাকিটা পথ হেঁটে আসতে হয় তাঁদের। রবিবার দুপুর ৩টে নাগাদ লখনউ এসে পৌঁছন তাঁরা। তারপর কিছুটা বিশ্রাম নিয়ে হাঁটা শুরু করতেই রাস্তার উপরেই পড়ে যান বিক্রম। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে তাঁকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরে শৈলেশ কুমার সিং নামের এক সরকারি আধিকারিক জানিয়েছেন, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে অনাহারেই মৃত্যু হয়েছে ওই প্রৌঢ়ের। বৃহস্পতিবার যাত্রা শুরু আগে শেষ খেয়েছিলেন তাঁরা। তারপর থেকে বিস্কুট আর জল ছাড়া কিছুই খাবার পাননি। বয়স বেশি হওয়ায় এই ধকল হয়তো সহ্য করতে পারেননি তিনি।”