শেষ আপডেট: 25th May 2020 11:46
দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণ ও লকডাউনের জেরে ২ মাস বন্ধ থাকার পরে সোমবার থেকে শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। আর প্রথম দিনই দেখা গেল মন ভাল করে দেওয়া এক ছবি। দিল্লি থেকে বিমানে করে একাই বেঙ্গালুরু ফিরল ৫ বছরের বিহান শর্মা। বেঙ্গালুরুতে মায়ের সঙ্গে তার দেখা হল ৩ মাস পরে। বেঙ্গালুরুর বাসিন্দা বিহানকে দিল্লিতে এক বোর্ডিং স্কুলে ভর্তি করেছিলেন তার মা। গরমের ছুটিতে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় স্কুল বন্ধ হয়ে গেলেও লকডাউন হয়ে যাওয়ায় আটকে পড়ে বিহান। বোর্ডিংয়ে থাকায় অবশ্য কোনও সমস্যা হয়নি। কর্তৃপক্ষ সব দেখভাল করছিলেন। মায়ের সঙ্গে ফোনেই কথা হচ্ছিল বিহানের। ছেলে ভাল জায়গায় আছে জেনেও মায়ের চিন্তার অন্ত ছিল না। কবে ছেলেকে নিজের কাছে ফিরে পাবেন সেই চিন্তায় দিন কাটছিল তাঁর। অবশেষে বিমান পরিষেবা শুরু হওয়ার খবর শুনে ছেলের কথা অসামরিক বিমান মন্ত্রকের কাছে জানান তাঁর মা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রথম দিনই ‘বিশেষ ক্যাটেগরি’র যাত্রী হিসেবে বিমানে টিকিট হয়ে যায় তার। সোমবার সকালে বোর্ডিং কর্তৃপক্ষের তরফে বিহানকে দিল্লি থেকে বিমানে তুলে দেওয়া হয়। বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল থেকেই ছেলের অপেক্ষায় ছিলেন মা। এদিন সকাল ৯টার মধ্যেই বেঙ্গালুরুতে ৫টি বিমান এসে পৌঁছয়। তার মধ্যে বিহানের বিমানও ছিল। বেঙ্গালুরু বিমানবন্দরে দেখা যায় হলুদ টি-শার্ট, নীল জিন্স পরা বিহানকে। তার মুখে হলুদ রংয়ের মাস্ক ও হাতে নীল রংয়ের গ্লাভস ছিল। গলায় স্কুলের আইডি কার্ড ও হাতে ‘বিশেষ ক্যাটেগরি’ লেখা বোর্ড নিয়ে বিমানবন্দরের বাইরে আসতেই মায়ের সঙ্গে দেখা। ৩ মাস পরে ছেলেকে দেখে মায়ের খুশির অন্ত নেই। বিহানকে বুকে জড়িয়েই সংবাদসংস্থা এএনআই-কে তরুণী জানান, “আমার ৫ বছরের ছেলে একাই দিল্লি থেকে বেঙ্গালুরু এসেছে। তিন মাস পরে বেঙ্গালুরু ফিরল বিহান।” একথা বলেই ছেলেকে নিয়ে বাড়ির উদ্দেশে পা বাড়ান তিনি।