শেষ আপডেট: 6th May 2020 13:34
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে করোনা আক্রান্ত হয়ে প্রথম পুলিশকর্মীর মৃত্যু হল। ৩১ বছরের ওই কনস্টেবলের নাম অমিত রাণা। মঙ্গলবার রাতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, ওই কনস্টেবলের শরীরে করোনার কোনও উপসর্গ ছিল না। সোমবার থেকে হঠাৎ করে জ্বর বাড়তে থাকে তাঁর। সেইসঙ্গে শ্বাসকষ্ট শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে প্রথমে দীপ চাঁদ বন্ধি হাসপাতালে নিয়ে যান তাঁর পরিবারের লোক। অবস্থা আরও খারাপ হলে মঙ্গলবার রাতে রাম মনোহর লোহিয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানে আনার পর চিকিৎসকেরা জানান মৃত্যু হয়েছে তাঁর। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, মৃত্যুর আগে অমিতের লালারসের নমুনা নিয়ে টেস্টের জন্য পাঠানো হয়। বুধবার রিপোর্টে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। একথা জানার পরেই তাঁর সহকর্মীদের সেলফ আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।