দ্য ওয়াল ব্যুরো: ফের এক নৃশংস ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশ। ১৩ বছরের একটি মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে খবর। আখের ক্ষেত থেকে উদ্ধার হয়েছে মেয়েটির দেহ। মেয়েটির চোখ উপড়ে নেওয়া হয়েছে ও জিভ কেটে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার বাবা। এই ঘটনায় মেয়েটির গ্রামেরই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায়। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে লখনউ থেকে ১৩০ কিলোমিটার দূরে নেপাল সীমান্তে একটি গ্রামে এই ঘটনা ঘটে। যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে একজনের ক্ষেত থেকে মেয়েটির দেহ উদ্ধার হয়। মেয়েটির বাবার অভিযোগ, ধর্ষণের পরে গলায় ফাঁস দিয়ে মেয়েকে খুন করা হয়েছে। এছাড়া তার চোখ উপড়ে নেওয়া হয়েছে ও জিভ কেটে নেওয়া হয়েছে।
এই ঘটনার পরে লখিমপুর খেরি জেলার পুলিশকর্তা জানিয়েছেন, “ময়নাতদন্তে ধর্ষণের প্রমাণ পাওয়া গিয়েছে। দু’জন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। আমরা ধর্ষণ ও খুনের অভিযোগ দায়ের করেছি।”
মেয়েটির বাবা জানিয়েছেন, “শুক্রবার বিকেল থেকে নিখোঁজ হয়ে যায় আমার মেয়ে। আমরা অনেক জায়গায় খুঁজেছি। অবশেষে শনিবার একটা আখের ক্ষেতে ওর দেহ উদ্ধার হয়। আমার মেয়েকে ধর্ষণের পরে ওর চোখ উপড়ে নেওয়া হয়েছে ও জিভ কেটে নেওয়া হয়েছে। ওড়না গলায় পেঁচিয়ে ওকে খুন করা হয়েছে।”
এই ঘটনার নিন্দে করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। বসপা নেত্রী টুইট করে বলেন, “যদি এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটতে থাকবে তাহলে সমাজবাদী পার্টির সরকার আর বিজেপি সরকারের মধ্যে তফাত কোথায়?”
ভীম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদও এই ঘটনার নিন্দে করেছেন। তিনি বলেন, “বিজেপি সরকারের অধীনে দলিতদের নির্যাতন চরমে পৌঁছেছে। এটা জঙ্গল রাজ না হলে আর কী? আমাদের মেয়েরা সুরক্ষিত নন, আমাদের বাড়ি সুরক্ষিত নয়। সব জায়গায় ভয়ের রাজ চলছে। যোগী আদিত্যনাথের পদত্যাগ করা উচিত।”
গত সপ্তাহে পশ্চিম উত্তরপ্রদেশের হাপুর জেলায় ৬ বছরের একটি মেয়েকে অপহরণ করে ধর্ষণ করা হয়। সেই ঘটনায় অভিযুক্তকে গত শুক্রবার গ্রেফতার করে পুলিশ। এখনও হাসপাতালে ভর্তি মেয়েটি। তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। কিন্তু এখনও তার বিপদ কাটেনি। তার মাঝেই আরও এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এল।