মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পরপরই ডানলপ উড়ালপুলের পিলারের জয়েন্ট আলগা হয়ে যাওয়া নজরে এসেছিল। নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। দিন তিনেক বন্ধ রাখার পর হাইটবার লাগিয়ে বড় পণ্যবাহী গাড়ি চলাচল একেবারে বন্ধ করে দেয় প্রশাসন। কিন্তু শনিবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিটি রোডে নামার মুখে হাইটবারটি ভেঙে যায়। উড়ালপুলে যান চলাচল বন্ধ হওয়ায় যান জট তৈরি হয় বিটি রোড সহ বালি ব্রিজমুখী রাস্তায়।
কী ভাবে ওই হাইটবার ভাঙল সে বিষয়ে কিছু জানা যায়নি। একমুখী এই উড়ালপুলে হাইটবার ভেঙে পড়ার পরও দীর্ঘক্ষণ সেটি পড়েছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।