শেষ আপডেট: 27th October 2018 10:06
দ্য ওয়াল ব্যুরো: জনবহুল রাস্তায় গুলি চলল লেকটাউন থানা এলাকার দমদম পার্কে। শনিবার বেলা ১১টা নাগাদ এলাকার একটি নির্মীয়মাণ বহুতলের নীচে দাঁড়িয়ে ছিলেন প্রোমোটার শেখর রায়। জানা গিয়েছে, একটি মোটর সাইকেলে চেপে এসে দুই দুষ্কৃতী পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিয়ে চালিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় গুলিবিদ্ধ প্রোমোটারকে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। ঘটনার খবর পেয়েই ওই বহুতলের সামনে যায় লেকটাউন থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ শেখর রায় দীর্ঘদিন ধরেই প্রোমোটারির সঙ্গে যুক্ত। এ দিন বিকেল তিনটে পর্যন্ত দমদম পার্ক শ্যুটআউট কাণ্ডে কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছে লেকটাউন থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যবসায়িক শত্রুতার কারণেই এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। প্রোমোটারকে গুলি চালানোর ঘটনায় নাম উঠে এসেছে এলাকার এক সমাজবিরোধী বাবু নায়েকের। জানা গিয়েছে, ব্যাঙ্ক জালিয়াতির মামলায় অভিযুক্ত বাবু দীর্ঘদিন জেলে ছিল। আড়াই মাস আগে জেল থেকে ছাড়া পায় । কিন্তু বাবুর পরিচয় নিয়ে রাজনৈতিক চাপান উতোর তুঙ্গে উঠেছে দমদম পার্ক কাণ্ডে। তৃণমূল বিধায়ক সুজিত বসুর দাবি, অভিযুক্ত বাবু বিজেপি আশ্রিত সমাজবিরোধী। ঘটনাস্থলে গিয়ে সুজিতবাবু দাবি করেন, ‘বাবু নায়েক স্থানীয় বিজেপি নেতা পীযূষ কানোরিয়ার ছত্রছায়ায় থাকে।” পাল্টা অভিযোগ তুলেছেন বিজেপি নেতা পীযূষ কানোরিয়াও। সুজিতের বক্তব্য উড়িয়ে তাঁর দাবি, “তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট করিয়েছিল বাবু নায়েক। এখন ধামাচাপা দিতে বাবুকে বিজেপি-র লোক বলা হচ্ছে।”