শেষ আপডেট: 8th December 2019 07:40
মা উড়ালপুল থেকে নীচে পড়লেন বাইক আরোহী, ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্ঘটনা মা উড়ালপুলে। বেপরোয়া গাড়ির ধাক্কায় চলে গেল তরতাজা প্রাণ। উড়ালপুলের উপর থেকে বাইকসমেত ছিটকে নীচে পড়ে মৃত্যু হল বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে মা উড়ালপুল-আচার্য জগদীশ চন্দ্র বসু রোড কানেক্টরের কাছে। শনিবার রাত ১০টা নাগাদ মা উড়ালপুলের উপর থেকে তীব্র গতিতে একটা বাইক নীচে এসে পড়ে। সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত লোকেরা ছুটে যান। গিয়ে দেখেন মাথায় হেলমেট থাকা সত্ত্বেও রক্তে ভেসে যাচ্ছে চারদিক। তাঁকে তখনই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
