শেষ আপডেট: 12th September 2020 08:46
মা ফ্লাইওভারে নতুন হাইটবার বসানোর সিদ্ধান্ত, দরপত্র ডাকল কেএমডিএ
দ্য ওয়াল ব্যুরোঃ এবার মা ফ্লাইওভারে নতুন হাইটবার বসানোর সিদ্ধান্ত নিল কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ। ভিভিআইপি কনভয় যাতায়াতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্য এই ফ্লাইওভারে আগে যেসব হাইটবার ছিল, তা খুলে ফেলা হবে বলে জানানো হয়েছে। এই কাজের জন্য দরপত্র আহ্বান করেছে কেএমডিএ।
শনিবার কেএমডিএ-র তরফে এই সংক্রান্ত একটি নোটিস দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, মা ফ্লাইওভারের বিভিন্ন জায়গায় ভিভিআইপি কনভয় যাওয়ার জন্য হাইটবার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার জন্য ইতিমধ্যেই এই ফ্লাইওভারে যেসব হাইটবার রয়েছে সেগুলি খুলে ফেলা হবে।
নোটিসে কেএডিএ-র তরফে জানানো হয়েছে, এই হাইটবার বসানোর জন্য ১০ লক্ষ ৪৪ হাজার ১৪৩ টাকা খরচ হবে বলে ধরে রাখা হয়েছে। তার জন্য দরপত্রের আহ্বান করা হয়েছে। এই দরপত্র অনলাইনে জমা দেওয়া যাবে। ১৯ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এই দরপত্র জমা দেওয়া যাবে বলে জানানো হয়েছে। কেএমডিএ জানিয়েছে, ৪৫ দিনের মধ্যে এই হাইটবার বসানোর কাজ শেষ করতে হবে।
নবান্ন সূত্রে খবর, ভিভিআইপি কনভয় যাওয়ার সময় গাড়ির মাথায় যে জ্যামার লাগানো থাকে, অনেক সময় হাইটবারে তা আটকে যায়। ফলে যাতায়াতে অনেক সমস্যা হয়। সেই সমস্যা যাতে না হয়, তার জন্য এই হাইটবারের উচ্চতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত বছর থেকেই কলকাতার একাধিক ফ্লাইওভারের স্বাস্থ্যপরীক্ষার কাজ শুরু করেছিল কেএমডিএ। কখনও চিংড়িহাটা উড়ালপুল, কখনও শিয়ালদহ স্টেশনের সামনের ফ্লাইওভার, আবার কখনও ঢাকুরিয়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তার জন্য মাঝেমধ্যেই বন্ধ থেকেছে যান চলাচল। চিংড়িহাটা উড়ালপুল তো মেরামতির জন্য বহুদিন বন্ধ রাখতে হয়। বেশ কিছুদিন শুধুমাত্র ছোট গাড়ি চলাচল করার অনুমতি দেওয়া হয়েছিল। বসানো হয় হাইটবারও। এবার মা ফ্লাইওভারে ফের নতুন করে হাইটবার বসানোর সিদ্ধান্ত নিল কেএমডিএ।