শেষ আপডেট: 12th July 2020 09:18
নাবালিকার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য নিউ আলিপুরে, পরিবারের বক্তব্যে সন্দেহ পুলিশের
দ্য ওয়াল ব্যুরো: ১০ বছরের এক নাবালিকার মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কলকাতার নিউ আলিপুরে। তৈরি হয়েছে রহস্য। পরিবারের লোকজনের বক্তব্য সন্দেহ আরও বাড়িয়ে দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনা কী? জানা গিয়েছে, গত শুক্রবার বিকেলে নিউ আলিপুরের ই ব্লকের বাসিন্দা এই নাবালিকা হঠাৎই বাড়িতে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোক তাকে অচৈতন্য অবস্থায় নিয়ে যায় বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরিবারের লোকজনকে যখন জিজ্ঞাসা করেন, কী ভাবে অসুস্থ হয়ে পড়ল মেয়েটি? তখন নাকি পরিবারের লোকজন চিকিৎসকদের বলেন, হঠাৎই কিছু একটা দেখে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়ে সে। কিন্তু মৃত্যুর ধরন ও পরিবারের লোকজনের বক্তব্য নিয়ে সন্দেহ দানা বাঁধে কর্তব্যরত চিকিৎসকদের মধ্যেও। জানা গিয়েছে, এরপরই চিকিৎসকরা ওই নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে, চিকিৎসকরা যাতে ময়নাতদন্তের জন্য দেহটি না পাঠান তার জন্য পরিবারের লোকজন অনুরোধ করতে শুরু করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি বাইরে থেকে দেখে কোনও অস্বাভাবিকতা বুঝতে পারেননি চিকিৎসকরা। কিন্তু পরিবারের লোকজনের বক্তব্যেই তাঁদের সন্দেহ হয়। ময়নাতদন্তের রিপোর্টও ইতিমধ্যে চলে এসেছে। কিন্তু তাতে কী রয়েছে সে ব্যাপারে পুলিশ কিছুই বলেনি। নিউ আলিপুর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের লোকজনদের। তবে পুলিশ সূত্রে এটুকু বলা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং পরিবারের লোকজনের বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। যা সন্দেহকে ক্রমশ ঘণীভূত করছে। তদন্তকারীরা মনে করছেন, এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে। সেই রহস্য খুঁজে পেতেই বাড়ির লোককে ম্যারাথন জেরা করছে পুলিশ। অভিজাত পরিবারের শিশুকন্যার রহস্যমৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতেও। কী কারণে এমন ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না প্রতিবেশীরাও। রবিবার সকাল থেকে মৃত নাবালিকার পরিবারের পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রত্যেককে আলাদা আলাদা জেরা করা হয়েছে। প্রত্যেকের বয়ানের মধ্যে ফারাক রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।