শেষ আপডেট: 15th September 2019 01:43
ছুটির বিকেলে মা উড়ালপুল থেকে ঝাঁপ, আত্মঘাতী দক্ষিণ দিনাজপুরের ব্যক্তি
দ্য ওয়াল ব্যুরো: দুর্ঘটনা লেগেই থাকে মা উড়ালপুলে। কখনও মাঞ্জা সুতোয় রক্তাক্ত হয়েছেন মোটর সাইকেল চালক, তো কখনও ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছে গাড়ি। এ বার কলকাতার দীর্ঘতম উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটল রবিবার বিকেলে। মৃত ব্যক্তির নাম সাধন মর্মু। তিনি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এ দিন বিকেল পৌনে চারটে নাগাদ বিকট শব্দ পান তিলজলা ট্রাফিক গার্ডের কর্মীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন ওই ব্যক্তিকে। নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি নার্সিংহোমে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রগতি ময়দান থানা সূত্রে জানা গিয়েছে গড়িয়ামুখী র্যাম্প থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি। রবিবার ছুটির দিন হওয়ায় এমনিতেই গাড়ি চলাচল কম। তবে কী করে সকলের চোখ এড়িয়ে ওই ব্যক্তি উড়ালপুলে উঠলেন, তা খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা স্পষ্ট নয়। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য।