Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন

পোশাক নেই ঊর্ধ্বাঙ্গে, রেড রোডে ঘুরছেন তরুণী! রাতের কলকাতায় নাস্তানাবুদ পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় এক বছর ২০-র তরুণী পোশাক খুলে ঘুরেবেড়াচ্ছেন রাস্তায়। খবর পেয়ে তাঁকে ধরতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হতে হল পুলিশকে। মঙ্গলবার রাত তখন সাড়ে এগারোটা। এক মোটর সাইকেল আরোহী মেয়ো রোডের কাছে পুলিশ কিওস্কে খবর দেন, এক তর

পোশাক নেই ঊর্ধ্বাঙ্গে, রেড রোডে ঘুরছেন তরুণী! রাতের কলকাতায় নাস্তানাবুদ পুলিশ

শেষ আপডেট: 24 June 2020 03:59

দ্য ওয়াল ব্যুরো: রাতের কলকাতায় এক বছর ২০-র তরুণী পোশাক খুলে ঘুরেবেড়াচ্ছেন রাস্তায়। খবর পেয়ে তাঁকে ধরতে গিয়ে কার্যত নাস্তানাবুদ হতে হল পুলিশকে। মঙ্গলবার রাত তখন সাড়ে এগারোটা। এক মোটর সাইকেল আরোহী মেয়ো রোডের কাছে পুলিশ কিওস্কে খবর দেন, এক তরুণী অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি জানান ফোর্ট উইলিয়ামের সাউথ গেটের কাছে ঘুরতে দেখেছেন। ময়দান থানা থেকে ডেকে পাঠানো হয় মহিলা পুলিশকর্মীদের। কিন্তু ফোর্ট উইলিয়ামের গেটের সামনে গিয়ে দেখা যায় কেউ নেই। শুরু হয় খোঁজ। তারপর ঘড়ির কাঁটা যখন বারোটার আশপাশে, তখন.দেখা যায় ওই তরুণী রাজভবনের অদূরে ঘুরে বেড়াচ্ছেন। পরনে নীল জিন্স। কিন্তু ঊর্ধ্বাঙ্গের পোশাক নেই। এরপরই শুরু হয় ছোটাছুটি। ওই তরুণীকে পোশাক দিতে যান মহিলা পুলিশকর্মীরা। পোশাক তো তিনি নেনইনি। উল্টে গালিগালাজ শুরু করেন। এমনকি মারতেও উদ্যত হন বলে অভিযোগ। এরপর মিনিট পঁচিশের চেষ্টায় কোনও রকমে তরুণীকে তোলা হয় প্রিজন ভ্যানে। নিয়ে যাওয়া হয় রবীন্দ্র সদনের পাশে ময়দান থানায়। যে বাইক আরোহী পুলিশকে খবর দিয়েছিলেন তিনিই বলেন তরুণীর পোশাক দেখে ভবঘুরে মনে হয়নি। পুলিশও ঘটনাস্থলে পৌঁছে দেখে ঠিক তাই। তরুণী মদ্যপ অবস্থাতেই ওই কাণ্ড করছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই তরুণীর বাড়ি দক্ষিণ কলকাতায়। ময়দান থানাতে এক যুবক এসে তাঁর বোন পরিচয় দিয়ে বাড়ি নিয়ে যান। জানা গিয়েছে ওই তরুণী কলেজ ছাত্রী। পুলিশ আরও জানতে পেরেছে, এলাকারই এক যুবকের সঙ্গে মঙ্গলবার বিকেলে মোটরসাইকেলে চেপে বেরিয়েছিলেন ওই তরুণী। তারপর দু'জন মিলে ময়দানে বসে মদ্যপান করেন। ওই যুবককে জেরা করে পুলিশ। তাতে পুলিশকে ওই যুবক জানিয়েছেন, নেশার ঘোরে অসংলগ্ন আচরণ করছিলেন ওই তরুণী। তাই তিনি ফেলে রেখেই পালিয়ে যান। কলেজ পড়ুয়া তরুণীর কোনও মানসিক রোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। কলকাতার রাস্তায় মদ্যপ তরুণ-তরুণীদের উশৃঙ্খলতা নতুন ঘটনা নয়। এর আগেও পুলিশ কর্মীদের উপর অযাচিত আক্রমণ হয়েছে। মদ্যপ অবস্থায় দুর্ঘটনার নজিরও রয়েছে। কিন্তু এমন প্রকাশ্যে অর্ধনগ্ন হয়ে ঘুরেবেড়ানোর ঘটনা সাম্প্রতিক কালের মধ্যে ঘটেনি বলেই জানাচ্ছে পুলিশ।

ভিডিও স্টোরি