শেষ আপডেট: 20th January 2021 06:06
দ্য ওয়াল ব্যুরো: সোমবার শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের রোড শোয়ে দক্ষিণ কলকাতার জায়গায় জায়গায় ইটবৃষ্টির অভিযোগ উঠেছিল। মঙ্গলবারের পাল্টা মিছিলে তৃণমূল কর্মীদের একাংশ স্লোগান দিল, "বাঙ্গাল কি গাদ্দারো কো, গোলি মারো শালো কো..... !" গতকাল দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের পক্ষ থেকে ওই মিছিল ডাকা হয়েছিল। দেখা যায়, সেই মিছিল থেকেই এই গুলি মারার স্লোগান উঠছে। গত বছরের শুরুর দিকে শাহিনবাগের আন্দোলনের উদ্দেশে গোলি মারার স্লোগান দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। এমনকি কলকাতাতেও শহিদ মিনারে অমিত শাহের সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীদের মুখে শোনা গিয়েছিল গোলি মারার স্লোগান। তা নিয়ে নিউ মার্কেট থানা স্বতঃপ্রণোদিত মামলাও করেছিল। তবে তৃণমূলের মিছিলে এই স্লোগান নিয়ে পুলিশ কোনও ব্যবস্থা নিয়েছে কিনা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। সোমবার বিজেপির মিছিলে হামলা নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পাল্টা তাড়া করে বিজেপি কর্মীসমর্থকরাও। বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে মঙ্গলবার রাস্তায় নেমেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, দেবাশিস কুমাররা। সন্ত্রাস বিরোধী মিছিল থেকেই ওই স্লোগান ওঠে। দক্ষিণ কলকাতার তৃণমূলের মিছিলের ওই স্লোগানের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, "আমরা তো বলেইছি তৃণমূল কোনও রাজনৈতিক দল নয় এটা সমাজবিরোধী, ক্রিমিনালদের একটা মঞ্চ। যা হওয়ার তাই হয়েছে।" তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "কিছু কর্মী সমর্থক অতি উত্সাহে এটা করেছেন। তবে এটা একদমই ঠিক হয়নি।"