শেষ আপডেট: 22nd April 2020 07:05
আরজি করের ৯ চিকিৎসক কোয়ারেন্টাইনে, করোনা পজিটিভ ডাক্তারের সংস্পর্শে আসাতেই সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের মধ্যে ক্রমশই বাড়ছে কোভিড ১৯ সংক্রমণ। করোনা আক্রান্ত এক ডাক্তারের সংস্পর্শে আসায় আরজি কর মেডিক্যাল কলেজের ৯ ডাক্তারকে পাঠানো হল কোয়ারেন্টাইনে। তাঁদের লালারসের নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে খবর। বুধবার আরজি কর মেডিক্যাল কলেজের সুপার এই সংক্রান্ত একটি চিঠি পাঠান রাজারহাটের ক্যানসার হাসপাতালে তৈরি কোয়ারেন্টাইন সেন্টারের কর্তৃপক্ষকে। সেই চিঠিতে লেখা হয়েছে, আরজি কর হাসপাতালের কার্ডিওলজি বিভাগের এক ডাক্তার কয়েক দিন আগে এক কোভিড ১৯ রোগীর সংস্পর্শে এসেছিলেন। ফলে তাঁর শরীরেও সংক্রমণ ধরা পড়ে। আর এই ডাক্তারের সংস্পর্শে এসেছিলেন ওই ৯ ডাক্তার। চিঠিতে বলা হয়েছে, ওই ৯ ডাক্তারকে রাজারহাটের ক্যানসার হাসপাতালের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হচ্ছে। সেখানে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটানোর পরে তাঁদের একটি হোটেলে থাকার ব্যবস্থা করা হবে। ওই ডাক্তারদের লালারসের নমুনা ইতিমধ্যেই নিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে চিঠিতে।