শেষ আপডেট: 28th March 2020 12:20
দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের জেরে ২১ দিনের লকডাউন চলছে দেশে। এর মধ্যেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর জোগান বেশ কিছু জায়গায় কম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার হুঁশিয়ারি দিয়েছেন, এই পরিস্থিতিতে কেউ যেন কালোবাজারি না করেন। নইলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তার মধ্যেই কলকাতায় বেআইনিভাবে ৩৪৩ বস্তা চাল মজুত করে রেখেছিল দুই ব্যক্তি। খবর পেয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শনিবার খবর আসে কাশীপুর এলাকায় একটা গুদামের মধ্যে বেআইনিভাবে চাল মজুত করা আছে। খবর পেয়েই হানা দেয় কাশীপুর থানার পুলিশ। ওই গুদাম থেকে উদ্ধার হয় ৩৪৩ বস্তা চাল। ওই গুদামের মালিক এক ব্যবসায়ী ও তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। চালের বস্তাগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে।
জানা গিয়েছে ওই ব্যবসায়ীর নাম সন্তোষ আগরওয়াল। তার সহযোগীর নাম আমির আনসারি। কাশীপুর থানার কাছেই গুদামে এরকম বেআইনি কাণ্ড হচ্ছিল দেখে অবাক খোদ পুলিশ কর্মীরাই। যে পরিমাণ চাল বাজেয়াপ্ত হয়েছে তার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকার কাছাকাছি বলে জানা গিয়েছে। দু’জনকে গ্রেফতার করে লালবাজারে লকআপে রাখা হয়েছে বলে খবর। খুব তাড়াতাড়ি তাদের আদালতে তোলা হবে।
এই গ্রেফতারির কথা নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তিনি আবেদন করেছেন, যদি কেউ দেখেন এই বাজারে কেউ কালোবাজারি করছে বা বেআইনিভাবে প্রয়োজনীয় সামগ্রী মজুত করছে তাহলে পুলিশে খবর দিন। কারও পরিচয় জানানো হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দেশজুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাজারে জিনিসের অমিল হবে না। সবজি থেকে শুরু করে মুদিখানার সামগ্রী সব পাওয়া যাবে। কেউ যদি কালোবাজারি করার চেষ্টা করে তাহলে সরকার ব্যবস্থা নেবে। নিজেও প্রায় প্রতিদিনই বিভিন্ন বাজারে গিয়ে ক্রেতাদের কাছে খবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী। তারপরেও অনেকে অভিযোগ করছেন, বাজারে সবকিছু পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও দাম বেশি পড়ছে। এটা যাতে না হয় তার জন্যই আরও তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ।