শেষ আপডেট: 9th September 2021 06:42
দ্য ওয়াল ব্যুরো: জাভেদ আখতারের বিরুদ্ধে দায়ের করা কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) মামলা খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। গত ১ সেপ্টেম্বর বিচারপতি রেবতী মোহিত দেড়ে এই মামলাকে সংরক্ষিত রেখেছিলেন। বৃহস্পতিবার শুনানির পর মামলাই খারিজ করে দিল আদালত। যা কঙ্গনার জন্য ধাক্কা বলেই মত অনেকের। গত বছর একটি টেলিভিশন সাক্ষাত্কারে লেখক জাভেদ আখতারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তা নিয়ে অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন জাভেদ। আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেই মামলার তদন্ত করছে জুহু পুলিশ। কয়েক মাস আগে নাম না করে নানান মন্তব্য করেছিলেন জাভেদ আখতার। কঙ্গনা মনে করেন, ওই সমস্ত বক্রোক্তি আসলে তাঁর উদ্দেশেই করা হয়েছিল। এদিন জাভেদ আখতারের আইনজীবী আদালতে বলেছেন, কেউ যদি কোনও মন্তব্যকে নিজের গায়ে মেখে মামলা করেন তাহলে আদালতে প্রতিদিন লক্ষ লক্ষ মামলা হওয়া উচিত। যদিও কঙ্গনার আইনজীবী আদালতে সওয়াল করতে গিয়ে বলেন, জাভেদ আখতার যে মন্তব্য করেছিলেন তা কার উদ্দেশে তা স্পষ্ট। আদালত নিশ্চয়ই তাঁর কথার অর্থ অনুধাবন করবেন। কিন্তু কঙ্গনার আইনজীবীর যুক্তিকে কার্যত খারিজ করে দিয়েছেন বম্বে হাইকোর্টের বিচারপতি রেবতী মোহিত দেড়ে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'