শেষ আপডেট: 25th August 2020 07:55
দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে যমুনা নদীতে ক্রমশ বাড়ছে জলের মাত্রা। বিপদসীমার প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছে যমুনার জলের মাত্রা। যদিও দিল্লি প্রশাসন জানিয়েছে, যে কোনও রকম পরিস্থিতি কিংবা বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা তৈরি রয়েছে। মূলত, হরিয়ানার যমুনানগর এলাকার হাথনিকুন্ড বাঁধ থেকে জল ছাড়ার পরেই এক ধাক্কায় যমুনা নদীতে জলের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ পরিমাপ করে দেখা গিয়েছে যমুনার জলের মাত্রা ২০৪ মিটার। আর বিপদসীমা ২০৪.৫০ মিটার। অতএব বিপদসীমার একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে যমুনা নদীর জলের মাত্রা। পিটিআই সূত্রে খবর, কৃষি এবং বন্যা নিয়ন্ত্রণ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, হরিয়ানার হাথনিকুন্ড বাঁধ থেকে প্রতি সেকেন্ডে ৭৪১৮ কিউবিক মিটার ( কিউসেক) হারে জল ছাড়া হয়েছিল যমুনায়। যদিও দিল্লি প্রশাসন জানিয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। রাজধানীর জলসম্পদ এবং স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য স্পেশ্যাল প্ল্যান তৈরি রয়েছে। প্রয়োজনে তা ব্যবহার করা হবে। জানা গিয়েছে, সোমবার সকালে হাথনিকুন্ড বাঁধ থেকে মোট ৫৮৮৩ কিউসেক জল ছাড়া হয়েছিল। এর পরেই যমুনায় জলের মাত্রা বাড়তে শুরু করেছে। প্রসঙ্গত, এক কিউসেক জল প্রতি সেকেন্ডে ২৮ লিটার জলের সমান। দিল্লির জলসম্পদ মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির উপর সবসময় নজর রাখা হচ্ছে। যমুনার উপকূলবর্তী এলাকা অর্থাৎ পাল্লা গ্রাম থেকে ওখলা পর্যন্ত এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদে জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার মতো পরিকল্পনা তৈরি রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরে এমনিতেই যমুনার জলের মাত্রা বৃদ্ধি পেয়েছিল। আইএমডি জানিয়েছে, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দিল্লিতে ফের মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আইএমডি প্রধান কূলদীপ শ্রীবাস্তব জানিয়েছেন, মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার বিকেলে পর থেকে শুক্রবার পর্যন্ত ওই সক্রিয় মৌসুমী অক্ষরেখা দিল্লি এবং সংলগ্ন এলাকার উপর অবস্থান করবে। তার প্রভাবেই বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দিল্লি এবং সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাধারণ অগস্ট মাসে দিল্লিতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকে ২১০ মিলিমিটার। তবে এবছর দিল্লিতে এখনও পর্যন্ত অগস্ট মাসে ২১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে, বর্ষার মরশুমে পয়লা জুন থেকে অগস্ট মাস পর্যন্ত দিল্লিতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকে ৪৮৬ মিলিমিটার। তবে এবার ১ জুন থেকে এখনও পর্যন্ত দিল্লিতে বৃষ্টি হয়েছে ৫৩২ মিলিমিটার।