শেষ আপডেট: 22nd November 2018 06:17
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি স্কুল ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসের। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাতজন স্কুল পড়ুয়ার। মারা গিয়েছেন স্কুল ভ্যানের চালকও। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনায়। পুলিশ জানিয়েছে, সাতনা জেলার বীরসিংহপুরের লাকি কনভেন্ট স্কুলের পড়ুয়ারা ছিল ওই ভ্যানে। অন্তত আরও আটজন পড়ুয়ার আহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সাতনা জেলার পুলিশ আধিকারিক সন্তোষ সিং গৌর জানিয়েছেন, এ দিন সকালে স্কুলে যাচ্ছিল লাকি কনভেন্টের পড়ুয়ারা। আচমকাই স্কুলে ভ্যানে এসে ধাক্কা মারে তীব্র গতির একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাতজন পড়ুয়ার। মারা গিয়েছেন, ভ্যানচালকও। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। https://twitter.com/ChouhanShivraj/status/1065482226379370496