Date : 15th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
একটি গ্রাম পঞ্চায়েতেই ৪ হাজারের বেশি ভুয়ো জন্ম-মৃত্যু সার্টিফিকেট! হাইকোর্টে জানাল রাজ্যক্রিকেট বল খুঁজতে গিয়ে বাড়ি থেকে উদ্ধার ৭ বছর পুরনো মানব কঙ্কাল! হায়দরাবাদে রহস্যEng vs Ind: দাম পেল না জাদেজার অবিস্মরণীয় লড়াই, ২২ রানে হেরে গেল ভারতজাল রিফান্ড! একাধিক রাজ্যে অভিযান আয়কর বিভাগের, ধরা পড়ল হাজার কোটির কর ফাঁকিহিন্দমোটরের জমিতে বন্দে ভারত ট্রেন ও মেট্রোর কোচ তৈরির কারখানা, জমি লিজে দিচ্ছে রাজ্য সরকারমহাকাশে ১৮ দিন কাটিয়ে ফিরছেন শুভাংশু, ২২ ঘন্টার দীর্ঘ পথ চেয়ে অধীর আগ্রহে অপেক্ষায় দেশবাসীবলিউডে আউটসাইডার ইনসাইডারি গেমটার বিষয়ে আমি প্যান্ডেমিকের পর থেকে শুনছি'মাকু' লোকজন মিশে গেছে! চাকরিহারাদের 'খোলা চিঠি' দিয়ে বিশেষ বার্তা শুভেন্দুর'বাবাকে সবচেয়ে বেশি ভালবাসতেন, অপমান থেকে বাঁচতে সেই খুন করল?' প্রশ্ন তুলছেন রাধিকার বান্ধবীকোর্টের নির্দেশে মুম্বইয়ে মসজিদ মিনার মাইকহীন, আজান শোনাচ্ছে অনলাইন অ্যাপ, বাড়ির স্পিকার

সারা-শ্রদ্ধাকে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা, এনসিবি দফতর ছাড়লেন দুই অভিনেত্রী

দ্য ওয়াল ব্যুরো: নারকোটিক্স ব্যুরোর সমন অনুযায়ী শনিবারই এনসিবি দফতরে পৌঁছেছিলেন সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর। মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এই দুই অভিনেত্রীকে আজ তলব করেছিল এনসিবি। এদিন বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ে নারকোটিক্স কন্ট্র

সারা-শ্রদ্ধাকে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে জেরা, এনসিবি দফতর ছাড়লেন দুই অভিনেত্রী

শেষ আপডেট: 26 September 2020 07:35

দ্য ওয়াল ব্যুরো: নারকোটিক্স ব্যুরোর সমন অনুযায়ী শনিবারই এনসিবি দফতরে পৌঁছেছিলেন সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুর। মাদক কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য এই দুই অভিনেত্রীকে আজ তলব করেছিল এনসিবি। এদিন বেলা ১১টা ৪৫ মিনিট নাগাদ মুম্বইয়ে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল অফিসে হাজির হন শ্রদ্ধা। এরপর দুপুর ১টা নাগাদ ওই দফতরেই আসেন সারা। একই দফতরে শ্রদ্ধা কাপুর এবং সারা আলি খানকে একই জায়গায় জেরা করা হয়েছে। দুই অভিনেত্রীকেই ৪ ঘণ্টারও বেশি সময় ধরে এনসিবির বালার্ড এস্টেটের জোনাল অফিসে জিজ্ঞাসাবাদ করেছেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্তকারী আধিকারিকরা। মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সমন পেয়ে শনিবার সকালেই এনসিবি দফতরে এসে হাজির হন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তারপর থেকে লাগাতার প্রায় ৬ ঘণ্টা জেরা করা হয় অভিনেত্রীকে। এদিন সকাল ৯টা নাগাদ মুম্বইয়ের কোলাবার এভলিন গেস্ট হাউসে এনসিবির দফতরে হাজির হন দীপিকা। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে এনসিবির স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম। সূত্রের খবর, গতকালের পর আজ ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশকে। তবে দু'পক্ষকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে কিনা তা জানা যায়নি। https://twitter.com/ANI/status/1309832276910338048?s=20 সূত্রের খবর, তিন বছর আগের অর্থাৎ ২০১৭ সালের অক্টোবর মাসের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে এনসিবি। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহার মোবাইল থেকে উদ্ধার হয়েছে এইসব হোয়াটসঅ্যাপ চ্যাটের অংশবিশেষ। সেখানে মাদক সংক্রান্ত আলোচনায় সন্দেহভাজন হিসেবে দীপিকা, শ্রদ্ধা এবং দীপিকার ম্যানেজার করিশ্মার নাম পেয়েছেন এনসিবি কর্তারা। ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের সূত্র ধরেই আজ জেরা করা হয়েছে তিন অভিনেত্রীকে। তবে ঠিক কী প্রশ্ন করা হয়েছে তাঁদের এবং জবাবে অভিনেত্রীরাই বা কী বলেছেন সে বিষয়ে কোনও তরফেই এখনও কিছু জানানো হয়নি। https://twitter.com/ANI/status/1309829753998729217?s=20 এছাড়াও গত বৃহস্পতিবার এনসিবি দফতরে হাজিরা দিয়েছিলেন ফ্যাশন ডিজাইনার সিমন খাম্বাট্টা। গতকাল, শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল অভিনেত্রী রকুল প্রীত সিংকেও। তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে বলে খবর। গতকাল রকুল প্রীতকে ৪ ঘণ্টা ধরে জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা। আর তার থেকেও অনেকটা বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হয় দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে। এছাড়াও গতকাল জেরা করা হয়েছে ক্ষিতীশ রবিপ্রসাদ এবং অনুভব চোপড়াকেও। এরা দু’জনেই করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে যুক্ত ছিলেন। গতকাল সকালে নারকোটিক্স ব্যুরোর একটি দল ক্ষিতীশ রবিপ্রসাদের বাড়িতে তল্লাশি চালায়। তারপর ক্ষিতীশকে সঙ্গে নিয়েই দফতরে ফেরেন এনসিবি কর্তারা। জানা গিয়েছে, এ যাবৎ এনসিবি যে সব মাদক পাচারকারীদের গ্রেফতার করেছে তাদের জিজ্ঞাসাবাদের সময় বারবার সামনে এসেছিল ক্ষিতীশের নাম। গতকালই তাঁকে আটক করেছিল এনসিবি। ২৪ ঘণ্টা জেরার পর আজ শনিবার বিকেলে তাঁকে গ্রেফতার করেছে নারকোটিক্স ব্যুরো।

ভিডিও স্টোরি