শেষ আপডেট: 27th July 2019 09:06
দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টির জেরে জলমগ্ন মুম্বইয়ের রেল লাইন। ৭০০ যাত্রী সমেত আটকে পড়েছে কোলাপুরগামী মহালক্ষ্মী এক্সপ্রেস। রয়েছেন অসংখ্য মহিলা যাত্রী এবং শিশুও। আর তাঁদের মধ্যেই ছিলেন রেশমা কাম্বলে। ন'মাসের অন্তঃসত্ত্বা রেশমার আচমকাই শুরু হয় লেবার পেন। প্রসব যন্ত্রণায় দাঁড়িয়ে থাকা ট্রেনেই ছটফট করতে শুরু করেন তিনি। অসহায় পরিবারের লোকজন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আবেদন জানান সাহায্যের। শেষ পাওয়া খবর অনুযায়ী মহালক্ষ্মী এক্সপ্রেসের ডি-১ কামরার যাত্রী রেশমাকে কোলাপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তিনি সুস্থ ভাবে সন্তানের জন্ম দিতে পারেন। বিভিন্ন সূত্রে খবর, ওই ট্রেনেই আটকে রয়েছেন অন্তত আরও ৯ জন অন্তঃসত্ত্বা। শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টি চলছে মুম্বইতে। শনিবার সকালেও বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। শহর মুম্বই থেকে ৬০ কিলোমিটার দূরে থানে জেলার কাছে ওয়াঙ্গানি এলাকায় শুক্রবার রাতেই আটকে পড়ে কোলাপুরগামী মহালক্ষ্মী এক্সপ্রেস। যাত্রীরা জানিয়েছেন, ট্রেনের কামরায় জল ঢুকে গিয়েছে। গত ১৫ ঘণ্টা ধরে তাঁদের কাছে না আছে খাবার, না আছে পানীয় জল। অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন যাত্রীও। চারপাশে ৫ থেকে ৬ ফুট পর্যন্ত থইথই করছে জল। একেবারে আটকে পড়েছেন তাঁরা। বেরনোর কোনও উপায়ই নেই। ফোনে ছবি তুলে নিজেদের অসহায়তার কথা সোশ্যাল মিডিয়ায় জানান যাত্রীরা। সাহায্য চেয়ে পাঠান। ইতিমধ্যেই শুরু হয়েছে উদ্ধারকাজ। আটকে পড়া যাত্রীদের উদ্ধারে ময়দানে নেমেছে সেনার দু'টি হেলিকপ্টার। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ-এর ৬টি বোট-ও। ইতিমধ্যেই ২০০ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে এনডিআরএফ কর্তৃপক্ষ। এঁদের মধ্যে বেশিরভাগই মহিলা এবং শিশু। তাঁরা সকলেই সুস্থ রয়েছেন। বাকিদেরও উদ্ধার করার কাজ চলছে। ট্রেনের যাত্রীদের মধ্যে বিস্কুট ও জল বিতরণ করতে শুরু করেছে উদ্ধারকারী দল। এদিকে মহারাষ্ট্র রেলের তরফে যাত্রীদের বারবার সতর্ক করে বলা হয়েছে কোনও ভাবেই যেন তাঁরা কামরার বাইরে বেরনোর চেষ্টা না করেন। বাইরে কোথাও খোলা বিদ্যুতের তার থাকতে পারে। কিংবা ঘটতে পারে কোনও বড় অঘটন। তাই বিপদ এড়াতেই এই সতর্কবাণী। যাত্রীদের আশ্বস্ত করে বলা হয়েছে, উদ্ধারকারী দল আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। যত দ্রুত সম্ভব সকলকে উদ্ধার করা হবে। অযথা কেউ যেন প্যানিক না করেন।