শেষ আপডেট: 17th October 2018 19:17
দ্য ওয়াল ব্যুরো: অমাবস্যা চলে গেছে আট দিন আগে। দুর্গা অষ্টমীর আলোকমঞ্জিরে মেতে উঠেছে সিডনি থেকে সিতাই, বহরমপুর থেকে বার্মিংহাম। বুধবারের সকালে পাঞ্জাবি-শাড়ির জেল্লায় চোখে চোখ রাখা অঞ্জলীতে মণ্ডপে মণ্ডপে লেখা হয়ে গেছে হাজারো কথকতা। আর দেশের প্রধানমন্ত্রীই কিনা গুলিয়ে ফেললেন দুর্গাপুজো আর কালী পুজো! দেশবাসীকে দুর্গা অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে, সমাজকে কলুষমুক্ত করার কামনা করে বুধবার সাত সকালেই টুইট করেছিলেন নরেন্দ্র মোদী। সঙ্গে দুটি ছবি। দুটোই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর ছবি। মোদী যখন পুজো দিয়েছিলেন সেই ছবি। একটি ছবিতে আবার পাশ থেকে দেখা যাচ্ছে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে। https://twitter.com/narendramodi/status/1052416453322924033?s=19 দুর্গাপুজোতে কালী ঠাকুরের ছবি নিয়ে ট্রোলড হলেন প্রধানমন্ত্রী। কেউ লিখলেন ভোট যত এগিয়ে আসছে তত মোদীজির স্মৃতিভ্রম হচ্ছে। ড্যামেজ কন্ট্রোলে নামেন বিজেপি এবং আরএসএসকর্মীরাও। তাঁদের বক্তব্য, যা দুর্গা তাই কালী। মোদীজি তাই কোনও ভুলই করেননি। কেউ আবার আরও মজা করার জন্য লিখলেন, দিদি যেমন পিতৃপক্ষ থাকতেই উদ্বোধনের অকালবোধন করেছিলেন, মোদী তেমন দশমীর আগেই দীপাবলী নামিয়ে আনলেন!