শেষ আপডেট: 5th October 2018 16:56
দ্য ওয়াল ব্যুরো : রেল লাইন থেকে করা উদ্ধার হলো এক মহিলা ডাক্তারের মৃতদেহ। শুক্রবার সকালে ওড়িশার ছত্রপুর রেল স্টেশনের কাছে রেল লাইনে এক মহিলার মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা খবর দেন ছত্রপুর স্টেশনের জিআরপি'তে। রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে। রেল পুলিশ সূত্রে খবর মৃতদেহটি পাট্টাপুর গ্রামের বাসিন্দা অর্চনা দাসের। জানা গেছে, অর্চনা ওড়িশার বেরহামপুরের এমকেসিজি মেডিক্যাল চলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে কাজ করতেন। চার বছর আগে তাঁর বিয়ে হয়। কিন্তু বিবাহিত জীবন সুখের ছিল না। দিন দিন হতাশায় ডুবে যাচ্ছিলেন তিনি। এই হতাশা থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে পুলিশের প্রাথমিক অনুমান। সম্প্রতি অর্চনা চাকরি ছেড়ে দিয়ে নিজের বাবার বাড়িতে ফিরে এসেছিলেন বলে জানা গেছে। এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা সেটা এখনও বোঝা যাচ্ছে না। অর্চনার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই পুরোটা বোঝা যাবে বলে পুলিশ সূত্রে খবর।