শেষ আপডেট: 20th October 2018 07:25
দ্য ওয়াল ব্যুরো: শনিবার ফের কমেছে জ্বালানির দান। পরিসংখ্যান বলছে এই নিয়ে টানা তিন দিন দাম কমেছে তেলের। এ দিন শহর কলকাতার পেট্রলের দাম লিটার প্রতি ৮৩.৮৩ টাকা। শুক্রবারের তুলনায় দাম কমেছে ৩৮ পয়সা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৭৭.২১ টাকা। রাজধানী শহর দিল্লিতেও দাম কমেছে তেলের। শুক্রবারের তুলনায় ৩৯ পয়সা কমে লিটার প্রতি পেট্রলের দাম ৮১.৯৯ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৭৫.৩৬ টাকা। শুক্রবারের তুলনায় দাম কমেছে ১২ পয়সা। মুম্বইতে পেট্রলের দাম প্রতি লিটার ৮৭.৪৬ টাকা। দাম কমেছে ৩৮ পয়সা। আর ডিজেলের দাম ১৩ পয়সা কমে হল ৭৯ টাকা প্রতি লিটার। শুক্রবারের তুলনায় চেন্নাইতে পেট্রলের দাম কমেছে ৪১ পয়সা। নতুন দাম লিটার প্রতি ৮৫.২২ টাকা। আর ডিজলের দাম ৭৯.৬৯ টাকা।