শেষ আপডেট: 10th August 2018 13:17
দ্য ওয়াল ব্যুরো: ফুটবল ম্যাচ খেলে ফেরার সময় পথ দুর্ঘটনায় মারা গেলেন চার ফুটবলার। আহত অবস্থায় আরও পাঁচ ফুটবলারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব সিকিমের খামদং অঞ্চলে গ্যাংটকের কাছে। ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, প্রচণ্ড বৃষ্টিতে রাস্তা পিছল থাকায় গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি গাড়ির চালক। পূর্ব সিকিমে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এক ফুটবল টুর্নামেন্টে যোগ দিতে গিয়েছিলেন এই নয় ফুটবলার। মৃত চার ফুটবলারের নাম সতীশ সিং (১৮), তারা ছেত্রী (২৭), সন্দেশ রাই (১৮) ও রাজকুমার রাই (২৩)। জানা গিয়েছে গাড়িটি চালাচ্ছিলেন রাজকুমার রাই। যে পাঁচ ফুটবলার আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তাঁদের নাম বিকাশ সুনাম, তিলক শর্মা, অরুণ রাই, আশিস রাই, অর্পণ রাই ও বিনোদ তামাং।