শেষ আপডেট: 22nd December 2018 12:02
দ্য ওয়াল ব্যুরো: কদিন আগেই সাউথ ব্লকে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন অভিনেতা অক্ষয় কুমার সহ বলিউডের কুশীলবরা। তাঁদের অন্যতম দাবি ছিল সিনেমার টিকিটের উপরে জিএসটি-র হার কমাক সরকার। নইলে পাইরেসির বাজারে এমনিতেই চলচিত্র শিল্প ধুঁকছে। টিকিটের দাম বেশি হওয়ায় মফস্বলে ও গ্রামে অনেকের কাছেই তা সাধ্যের বাইরে চলে যাচ্ছে।
[caption id="attachment_64025" align="aligncenter" width="1280"] বলিউডের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক[/caption]
'বলিউডের দিল কি বাত' শুনলেন মোদী। একশো টাকা পর্যন্ত সিনেমার টিকিটের দামের উপর জিএসটি ১৮ শতাংশ থেকে ১২ শতাংশ করে দিলেন। অর্থাৎ, প্রায় ৮ থেকে ১০ টাকা পর্যন্ত সেখানে টিকিটের দাম কমে যাবে। একই ভাবে দাম কমলো একশো টাকার বেশি মূল্যের টিকিটের। টিকিটের দাম একশো টাকার বেশি হলে জিএসটি লাগতো ২৮ শতাংশ হারে। এখন তা কমে হয়েছে ১৮ শতাংশ।
https://twitter.com/akshaykumar/status/1076449012637728768
শনিবার, জিএসটি কাউন্সিলের মিটিংয়ের পর, কেন্দ্রীয় অর্থ মন্ত্রী সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করেন। বলিউডও ধন্যবাদ জানাতে দেরি করেনি। অজয় দেবগণ বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রির কথা শুনে যেরকম দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া হলো তাতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। একই ভাবে মোদীকে ধন্যবাদ জানান, অক্ষয় কুমার। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁর শত ব্যস্ততার মধ্যেও উনি আমাদের সময় দিয়েছিলেন। সমস্ত বিষয়, দাবিদাওয়া মন দিয়ে শোনেন। এত তাড়াতাড়ি যে ব্যবস্থা নেবেন আমরাও ভাবতে পারিনি।
https://twitter.com/ajaydevgn/status/1076437303546007553