শেষ আপডেট: 25th October 2018 09:17
দ্য ওয়াল ব্যুরো: ফের ভারতের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। জানা গেছে, ২৭ সেপ্টেম্বর দুটি চিনা হেলিকপ্টার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ( আইটিবিপি ) জানিয়েছে, লাদাখের উপর ১০ মিনিট চক্কর কেটেছে হেলিকপ্টার দুটি। তারপর তা আবার ফেরত চলে যায়। ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের তরফে জনানো হয়েছে, ২৭ সেপ্টেম্বর লাদাখের ট্রিগ পর্বতচূড়া এলাকায় এই অনুপ্রবেশের ঘটনা ঘটে। লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে দুটি চিনা হেলিকপ্টার ভারতের সীমায় প্রবেশ করে। আইটিবিপি'র রিপোর্টে বলা হয়েছে, ২৭ সেপ্টেম্বর সকাল ৭ টা নাগাদ লাদাখের বাস ও ট্রাক জংশন এলাকায় হেলিকপ্টার দুটিকে দেখা যায়। প্রাথমিক ভাবে হেলিকপ্টার দুটিকে এমআই-১৭ বলে মনে করা হচ্ছে।