শেষ আপডেট: 10th April 2020 09:32
দ্য ওয়াল ব্যুরো: মোটরসাইকেল চোরকে ধরেছিল লুধিয়ানা পুলিশ। অভিযুক্তকে তোলা হয়েছিল আদালতেও। সেই চোরেরই এবার ধরা পড়েছে করোনাভাইরাস। যার জেরে লুধিয়ানা পুলিশের ১৭ জন অফিসার-সহ কোয়ারেন্টাইনে গিয়েছেন আদালতের বিচারপতিও। জানা গিয়েছে, পুলিশ টহলদারির সময় বছর ২৪-এর এক যুবক চুরির মোটরসাইকেল সমেত ধরা পড়ে। এরপরে জেলে পাঠানো হয় ওই যুবককে। তারপরে আদালতেও পেশ করা হয় তাকে। এর মধ্যেই বৃহস্পতিবার ওই যুবকের কোভিড ১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। ধরা পড়ার পরেই ওই যুবক পুলিশকে জানিয়েছিল সর্দি-কাশির সমস্যা হচ্ছে তার। উপসর্গ শুনেই চোরের নমুনা পরীক্ষা করতে পাঠানো হয়। সেই টেস্টেরই রিপোর্ট এসেছে পজিটিভ। সূত্রের খবর, সম্প্রতি জয়পুরে গিয়েছিলেন এই যুবক। অনুমান সেখান থেকেই সংক্রমণ হয়েছে তার। পুলিশ জানিয়েছে গত ৬ এপ্রিল গ্রেফতার করা হয়েছিল এই চোরকে। ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬৪১২ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ৫৭০৯। সুস্থ হয়ে উঠেছেন ৫০৪ জন। মৃত্যু হয়েছে ১৯৯ জনের। মোট আক্রান্তের মধ্যে ৭১ জন বিদেশি নাগরিক রয়েছে। পঞ্জাবে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১০১। মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে ১০ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এটাই ভারতের কোভিড ১৯ পরিসংখ্যান।