Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ভাইপোকে বেধড়ক মেরে স্ত্রীর সঙ্গে বিয়ে দিলেন কাকা! পরকীয়ার অভিযোগে শোরগোল বিহারেহাওড়ার সৌভিককে শোকজ করল টিএমসিপি! পড়ুয়াদের প্যান্ট খুলে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করার অভিযোগজোয়াও পেদ্রোর জোড়া পাইলড্রাইভারে ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসি, স্বপ্নভঙ্গ ফ্লুমিনেন্সেরট্রাম্পের শুল্কে বাংলাদেশে বিপদে ৮০১ সংস্থা, বেসরকারি কোম্পানির কাঠগড়ায় ইউনুস সরকারদুই পর্দাতেই একসঙ্গে ফিরছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, কোথায় দেখা যাবে অভিনেত্রীকে সিজার চেয়েও ফোর্সেপ ডেলিভারি, শিশুর মাথায় চোট, ব্রিটেনে সাসপেন্ড ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক৬৮ বছরেও 'হটি' আলিয়ার মা, ইনস্টাগ্রামে পাতলা কালো পোশাকে ঝড় তুললেন সোনি রাজদানমোদীর গুজরাতে ফের ভাঙল সেতু, মৃত ৯, আহত বহু'গান্ধীবাদী নই, বাল ঠাকরের থেকে শিখেছি', ক্যান্টিন কর্মীকে পিটিয়ে সাফাই শিবসেনা বিধায়কেরঅচল একমাত্র কেরল, স্বাভাবিক ভারত, বিহার বনধে শক্তি প্রদর্শন মহাগাঁটবন্ধনের

১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন, গুজরাতে আটক নির্যাতিতার তুতো ভাই

দ্য ওয়াল ব্যুরো: ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে তারই তুতো ভাইয়ের (কাজিন ব্রাদার) বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী কানে শুনতে পেত না। ছিল না কথা বলার ক্ষমতাও। কিশোরীর মা-বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলি

১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন, গুজরাতে আটক নির্যাতিতার তুতো ভাই

শেষ আপডেট: 17 October 2020 22:32

দ্য ওয়াল ব্যুরো: ১২ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে তারই তুতো ভাইয়ের (কাজিন ব্রাদার) বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী কানে শুনতে পেত না। ছিল না কথা বলার ক্ষমতাও। কিশোরীর মা-বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনা ঘটেছে গুজরাতের বানাসকাঁথা জেলায়। সেখানকার দীসা শহরে ঘটেছে এমন মর্মান্তিক এবং নৃশংস ঘটনা। আজ সকালেই কিশোরীর দেহ উদ্ধার করেছে পুলিশ। ডিএসপি কুশল ওঝা জানিয়েছেন, দান্তিওয়াড়া তালুকের মোতি ভাখার গ্রামে একটি জনমানবশূন্য নির্জন এলাকা থেকে উদ্ধার হয়েছে নির্যাতিতার দেহ। প্রাথমিক তদন্তে তদন্তকারীদের অনুমান, ধর্ষণের পর কিশোরীকে খুন করা হয়েছে। কারণ সম্ভবত অভিযুক্তকে চিনতে পেরে গিয়েছিল নির্যাতিতা। আর তাই তথ্য-প্রমাণ লোপাটের জন্য কিশোরীকে খুন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। রিপোর্ট হাতে এলেই সবটা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় কিশোরীর এক তুতো ভাইয়ের দিকে অভিযোগের আঙুল তুলেছেন মৃতার বাবা-মা। সেই অভিযোগের ভিত্তিতে বছর ২৫-এর এক যুবককে আটক করেছে পুলিশ। সত্যিই সে এই ঘটনায় যুক্ত কিনা তা জানতে যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নির্যাতিতার মা-বাবাই বা এই ছেলের বিরুদ্ধে কেন অভিযোগ এনেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দান্তিওয়াড়া থানায় আটক যুবককে জেরা করছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কিশোরীকে জোর করে টেনে ওই নির্জন এলাকায় নিয়ে গিয়েছিল আততায়ী। তারপর তাকে ধর্ষণ করে সে। এরপর প্রমাণ লোপাটের জন্য কিশোরীকে খুন করে দেহ ফেলে রেখে চম্পট দেয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সূত্রের খবর, ঘটনার আগে কিশোরীকে একজনের বাইকে চড়ে যেতে দেখা গিয়েছে। সিসিটিভি ফুটেজে এই মুহূর্ত ধরা পড়েছে। যেখানে দেখা গিয়েছে বাইক চালাচ্ছে হলুদ শার্ট পরা এক যুবক। এই ফুটেজ দেখার পরই কিশোরীর এক তুতো ভাইয়ের বিরুদ্ধে বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগ এনেছেন কিশোরীর মা-বাবা। পুলিশ জানিয়েছে আটক যুবকের বয়ানে যথেষ্ট অসঙ্গতি রয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। এই যুবকই অপরাধী প্রমাণ হলে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় ধর্ষণ, অপহরণ, খুন----এইসব অভিযোগের পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু হবে।

ভিডিও স্টোরি