শেষ আপডেট: 8th January 2022 10:10
উত্তরপ্রদেশে সাত দফায় ভোট, ঘোষণা কমিশনের
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালেই জানা গিয়েছিল দুপুরে সাংবাদিক বৈঠক করে উত্তপ্রদেশ , পাঞ্জাব-সহ পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন। সেই মতো দিল্লির নির্বাচন সদন থেকে সাংবাদিক বৈঠক করছেন কমিশন কর্তারা। যে পাঁচটি রাজ্যে ভোট সেগুলি হল—পাঞ্জাব, উত্তরপ্রদেশ, মণিপুর, গোয়া এবং উত্তরাখণ্ড।
হাইলাইটস
- কোভিড বিধি মেনে কী ভাবে ভোট করা যায় তার প্রস্তুতি গত ছ’মাস ধরে চলছে।
- পাঁচ রাজ্যে মোট ৬৯০টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে।
- সমস্ত ভোট কেন্দ্র হবে কোভিড বিধি মেনে। ভোটকর্মীদের জন্যও সমস্ত রক্ষাকবচের বন্দোবস্ত করবে কমিশন।
- ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে অনেক। ২০১৭ সালে এই পাঁচ রাজ্যে যে বুথ সংখ্যা ছিল তার চেয়ে ১৬ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে।
- এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে ভোট দেবেন ১৮ কোটি ৩৪ লক্ষ মানুষ।
- কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার অনলাইন মনোনয়ন জমা দিতে পারবেন প্রার্থীরা।
- ৯০০ পর্যবেক্ষক নিয়োগ করবে কমিশন।
- উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তরাখণ্ডে প্রার্থীরা কেন্দ্র প্রতি ৪০ লক্ষ টাকা খরচ করতে পারবেন।
- গোয়া ও মণিপুরের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা ২৮ লক্ষ টাকা।
- অর্থনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে ভোটে প্রভাব খাটানোর চেষ্টা হলে কড়া পদক্ষেপ করবে নির্বাচন কমিশন।
- সব বুথে ভিভিপ্যাট থাকবে।
- যে সমস্ত ভোটকর্মীরা এই নির্বাচনের কাজে যুক্ত থাকবেন তাঁদের জোড় ডোজ টিকা যাতে নেওয়া থাকে তা সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যসচিবকে নিশ্চিত করতে হবে।
- প্রয়োজনে বুস্টার ডোজ দিতে হবে।
- ভোটকর্মীদের প্রথম সারির কোভিড যোদ্ধার মর্যাদা প্রদান করছে কমিশন।
- কোভিডের জন্য ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হবে।
- পাঁচ রাজ্য যেখানে ভোট হবে, সেখানে করোনা নিয়ন্ত্রণেই রয়েছে।
- কেন্দ্রের স্বাস্থ্যসচিবের সঙ্গে আলােচনা করা হয়েছে।
- রোড শো, সাইকেল-বাইক মিছিল, পদযাত্রায় পুরোপুরি নিষেধাজ্ঞা।
- জনসভা করতে হলে ১৫ জানুয়ারির পর, পরিস্থিতি বুঝে অনুমতি দেওয়া হবে।
- রাত আটটা থেকে পরের দিন সকাল ন’টা পর্যন্ত প্রচার করা যাবে না।
- বাড়িবাড়ি প্রচারে যেতে পারেন সর্বাধিক পাঁচ জন।
- পাঁচ রাজ্যের ভোট হবে সাত দফায়।
- উত্তপ্রদেশের প্রথম দফার ভোট ১০ ফেব্রুয়ারি।
- দ্বিতীয় দফায় ভোট হবে পাঞ্জাব, গোয়া ও উত্তরপ্রদেশে ১৪ ফেব্রুয়ারি।
- তৃতীয় দফার ভোট হবে ২০ ফেব্রুয়ারি।
- চতুর্থ দফার ২৩ ফেব্রুয়ারি।
- ২৭ ফেব্রুয়ারি পঞ্চম দফার ভোট।
- ষষ্ঠ দফার ভোট গ্রহণ ৩ মার্চ ।
- ৭ মার্চ শেষ দফার ভোট।
- ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোট গণনা।
কোন দফায় কোন কোন রাজ্যে ভোট দেখে নিন এক নজরে—
প্রথম দফা (১০ ফেব্রুয়ারি)- উত্তরপ্রদেশ
দ্বিতীয় দফা (১৪ ফেব্রুয়ারি)- উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, পাঞ্জাব
তৃতীয় দফা (২০ ফেব্রুয়ারি)- উত্তরপ্রদেশ
চতুর্থ দফা (২৩ ফেব্রুয়ারি)- উত্তরপ্রদেশ
পঞ্চম দফা (২৭ ফেব্রুয়ারি)- উত্তরপ্রদেশ ও মণিপুর
ষষ্ঠ দফা (৩ মার্চ)- উত্তরপ্রদেশ ও মণিপুর
সপ্তম দফা (৭ মার্চ)- উত্তরপ্রদেশ
১০ মার্চ গণনা