শেষ আপডেট: 22nd October 2020 11:47
দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিন পর আগামী ২৭ অক্টোবর বিহারের প্রথম দফার ভোট। তার আগে করোনায় আক্রান্ত হয়ে পড়লেন সেই রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিহার বিজেপির অন্যতম মুখ সুশীল মোদী। কয়েক দিন ধরেই উপসর্গ ছিল তাঁর। বৃহস্পতিবার তাঁর কোভিড টেস্ট হয় এবং রিপোর্ট আসে পজিটিভ। করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছেন বিহারের এনডিএ জোটের অন্যতম শীর্ষ নেতা। তাঁকে ভর্তি করা হয়েছে পাটনার এইমস হাসপাতালে। তবে সুশীল মোদী টুইটে লিখেছেন, “দু’দিন আগেও আমার জ্বর ছিল। তবে আর জ্বর আসেনি। আমার শরীর ভাল রয়েছে। ফুসফুসের সিটি স্ক্যান হয়েছিল। সেই রিপোর্টও সন্তোষজনক।” বিহারে এবার তিন দফায় ভোট হবে। প্রথম দফায় যে কেন্দ্রগুলিতে ভোট রয়েছে সেখানে শেষ মুহূর্তের প্রচার চলছে। বিহার বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক দিন, দিনে প্রায় তিনটি করে জনসভা করার কথা ছিল সুশীল মোদীর। কিন্তু সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরেই বিহারের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে এনডিএ। সেই অনুষ্ঠানে সুশীল মোদীর পাঠানো লিখিত বার্তা পাঠ করেন জেডিইউ নেতা তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তবে আত্মবিশ্বাসের সঙ্গেই সুশীল মোদী বলেছেন, “শিগগির আমি প্রচারে ফিরব।” প্রসঙ্গত, করোনা আবহে এই প্রথম কোনও ভোট হতে চলেছে। একাধিক বিধি জারি করেছে কমিশন। প্রচারের ক্ষেত্রেও রয়েছে অনেক নিয়মকানুন। গোটা জাতীয় রাজনীতির চোখ এখন বিহার ভোটের দিকে। ১০ নভেম্বর ফলপ্রকাশ হবে বিহারে। গত রবিবার নীতীশ কুমারের সঙ্গে যৌথ জনসভা করেছিলেন সুশীল মোদী। তার পরদিন থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথম দফার ভোটের আগে তাঁর অসুস্থ হওয়া এনডিএ-এর জন্য ধাক্কা বলেই মত পর্যবেক্ষকদের অনেকের।