শেষ আপডেট: 19th January 2022 05:36
দ্য ওয়াল ব্যুরো : গত কয়েক সপ্তাহে বিজেপির (BJP) কয়েকজন ওবিসি নেতা (OBC Leader) যোগ দিয়েছেন সমাজবাদী পার্টিতে। বুধবার খোদ সমাজবাদী সুপ্রিমো অখিলেশ সিং যাদবের ভাইয়ের বউ অপর্ণা যাদব (Aparna Yadav) যোগ দিলেন বিজেপিতে। অপর্ণার স্বামীর নাম প্রতীক যাদব। অপর্ণা যে বিজেপিতে যোগ দিতে পারেন তা দ্য ওয়াল-এ আগেই লেখা হয়েছিল। বিজেপির যে তিন মন্ত্রী সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন, তাঁরা হলেন স্বামীপ্রসাদ মৌর্য, ধরম সিং সাইনি এবং দারা সিং চৌহান। বিজেপি বিধায়কদের মধ্যে যাঁরা দল ছেড়েছেন, তাঁরা হলেন বিনয় শাক্য, রোশনলাল বর্মা, মুকেশ বর্মা এবং ভগবতী সাগর। ২০১৭ সালে লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হয়েছিলেন অপর্ণা। তিনি বিজেপির রীতা বহুগুণা যোশির কাছে পরাজিত হন। ভোটের কিছুদিন আগে রীতা কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। অপর্ণা 'বিঅ্যাওয়ার' নামে একটি সংগঠন পরিচালনা করেন। এছাড়া লখনউতে গরুদের একটি আশ্রয়স্থলও তিনি রক্ষণাবেক্ষণ করেন। অতীতে একাধিকবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেছেন।