Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নিম্নচাপ কিছুটা সরলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ, বাড়বে ভোগান্তি'ওঁকে অসুস্থ বলে মনে হচ্ছে, ভয়ানক লাগছে’, করণের চেহারা দেখে উদ্বেগে নেটপাড়াশরীরের একদিকে ব্লেজার, আরেক দিকে শুধুই ব্রা! প্রিয়াঙ্কার ফটোতে কমেন্ট আসছে 'উফ! সো... হট'বিশ্বমঞ্চে মোস্টলি সেন! টাইমসের ‘ডিজিটাল কণ্ঠ’-র তালিকায় একমাত্র ভারতীয় প্রাজক্তাকানাডায় কপিল শর্মার ক্যাফেতে এলোপাথাড়ি গুলি, রাতের অন্ধকারে হামলা! দেখুন সেই ভিডিওবালুচিস্তানের ১৭ জায়গায় একযোগে হামলা বিদ্রোহীদের, মুখে কুলুপ পাকিস্তানেরবাজারে ছ্যাঁকা! লঙ্কা ২০০, বেগুন ১০০, সবজির দাম হু-হু করে চড়ছে, দায়ী টানা বৃষ্টি?চুল কাটতে বলতেন প্রধান শিক্ষক, কুপিয়ে খুন করল দুই ছাত্র! গুরুপূর্ণিমায় হরিয়ানায় নৃশংসতা‘জীবনের বৃত্তপূরণ হল’, লর্ডসের মিউজিয়ামে সুদৃশ্য প্রতিকৃতি উন্মোচনে আবেগবিহ্বল শচীনহরিয়ানায় বাবার হাতে খুন টেনিস প্লেয়ার রাধিকা যাদব, কারণ নিয়ে অন্ধকারে পুলিশ

কারও নাগরিকত্ব কাড়া হবে না, দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই! বিরোধীরা গুজব ছড়াচ্ছে: মোদী

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে কার্যত আগুন জ্বলছে গোটা দেশে। সংঘর্ষের জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একাধিক বিক্ষোভকারীর। কিন্তু এত দিন ধরে কিছুই বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে আজ এই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন

কারও নাগরিকত্ব কাড়া হবে না, দেশে কোনও ডিটেনশন ক্যাম্প নেই! বিরোধীরা গুজব ছড়াচ্ছে: মোদী

শেষ আপডেট: 22 December 2019 07:17

দ্য ওয়াল ব্যুরো: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে কার্যত আগুন জ্বলছে গোটা দেশে। সংঘর্ষের জেরে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে একাধিক বিক্ষোভকারীর। কিন্তু এত দিন ধরে কিছুই বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অবশেষে আজ এই নিয়ে প্রকাশ্যে মন্তব্য করলেন তিনি। জানালেন, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য রয়েছে, সেটাই ভারতের অনন্য বৈশিষ্ট্য।  সেই বৈচিত্রকে তিনি সম্মান করেন বলেও দাবি করলেন। সেই সভাতেই নয়া স্লোগান তৈরি করলেন এই নিয়ে, বললেন, “এখন আমি বলব ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’, আপনারা বলবেন ‘ভারতের বিশেষত্ব’। রবিবার দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচনের প্রচার শুরু করতে গিয়ে জনসাধারণের উদ্দ্যেশে এমনটাই বললেন মোদী। দেশের ও দিল্লির আরও নানা বিষয় নিয়ে বক্তব্য রাখার আগে তিন-তিন বার নতুন স্লোগানটি দিলেন প্রধানমন্ত্রী। তার পরে তিনি বলেন, “উঠে দাঁড়িয়ে সংসদকে সম্মান জানান।” দাবি করলেন, নাগরিকত্ব আইন নিয়ে ইচ্ছাকৃত ভাবে ভুল গুজব ছড়াচ্ছে বিরোধী দলগুলি। বিক্ষোভকারীদের উদ্দেশে বার্তা দিলেন, "আপনারা আমার কুশপুতুল জ্বালান, সরকারি সম্পত্তি নষ্ট করবেন না।" প্রধানমন্ত্রী এ দিন কী কী বলেছেন, জেনে নিন ১০ তথ্যে:
  • মহাত্মা গান্ধী বলে গেছেন, ভারতবর্ষে যিনি আসতে চান, তিনিই স্বাগত। বৈচিত্রের মধ্যে ঐক্যই ভারতের বৈশিষ্ট্য। আমার সরকার সেটা খুব ভাল করে বোঝে।
  • নাগরিকত্ব আইন এবং নাগরিকপঞ্জির সঙ্গে ভারতীয় মুসলমানদের কোনও দ্বৈরথ নেই। কিন্তু তাঁরা চাইছেন, পাকিস্তানের সমস্ত জনগণকে ভারতের নাগরিকত্ব দেওয়া হোক। সেটা কি কোথাও সম্ভব?
  • মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন ধর্মীয় বৈষম্যের কারণে বাংলাদেশ থেকে যাঁরা বিতাড়িত হয়ে এ দেশে আশ্রয় চাইছে, তাঁদের নাগরিকত্ব দেওয়া উচিত। সেই একই কথা বলছে মোদীও, তাহলে মোদী কেন খারাপ?
  • বিরোধীদের আসল রাগের কারণ হল, আমি দু-দু'বার ভোটে জিতেছি। কিন্তু সেই বিরোধীদের উদ্দেশে আমি বলতে চাই, আপনারা মোদীকে ঘৃণা করুন, কিন্তু দেশকে ঘৃণা করবেন না। সাধারণ মানুষের করের টাকায় নির্মিত সরকারি সম্পত্তি ধ্বংস করবেন না। গরিব মানুষের অটো ভাঙবেন না।
  • পাকিস্তানে সংখ্যালঘুরা যে বৈষম্যের শিকার, তা প্রকাশ করার একটা সুযোগ ছিল আমাদের। কিন্তু আমাদের শত্রুরা নাগরিকত্ব আইন নিয়ে এমন রাজনীতি করলেন, যে সে সুযোগ হারিয়ে গেল।
  • নাগরিকত্ব সংশোধনী আইন কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য করা হয়নি। যারা নিপীড়িত, বিতাড়িত, শরণার্থী, তাঁদের কথা ভেবেই করা হয়েছে।
  • দলিতদের উন্নয়নে যদি মোদী সরকার সক্রিয় হয়, তাহলে সমালোচকদের এত সমস্যা কীসের? দিল্লির মঞ্জুকা টিলা শরণার্খী শিবিরে একটি কন্যাসন্তান জন্মাল সেদিন। তার নাম রাখা হয়েছে নাগরিকতা। নাগরিকতার জীবনটা যদি একটু সহজ হয়, তা হলে আপনাদের কীসের সমস্যা?
  • আমরা অসমে এনআরসি করতে পারিনি, কারণ সুপ্রিম কোর্ট আমাদের বারণ করেছে। কিন্তু কিছু আরবান নক্শাল গুজব ছড়াচ্ছে, যে সমস্ত মুসলিমদের নাকি সেখানে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে।
  • কোনও মুসলিমকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি। এমনকি ভারতে কোনও ডিটেনশন ক্যাম্পই নেই। আমি অবাক হয়ে যাচ্ছি, মিথ্যা কথা প্রচারের জন্য মানুষ কত দূর যেতে পারে!
  • সরকার বিরোধী এই সমস্ত আক্রমণ আদতে সাধারণ ও নির্দোষ মানুষের উপরে প্রভাব ফেলছে। আমায় আপনারা যত খুশি আক্রমণ করুন, কিন্তু পুলিশকেও সম্মান করছেন না? গত কয়েক বছরে ৩৫ হাজার পুলিশকর্মী দেশের জন্য প্রাণ দিয়েছেন। আমাদের শহিদ পুলিশদের কথা তো মাথায় রাখুন! আমার সঙ্গে বলুন, "শহিদেরা, অমর রহে!"

ভিডিও স্টোরি