শেষ আপডেট: 30th December 2021 02:14
দ্য ওয়াল ব্যুরো: জঙ্গি দমন অভিযানে ফের বড় সাফল্য পেল কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনাবাহিনী। দক্ষিণ কাশ্মীরে কিছুদিন থেকেই সক্রিয় হয়ে উঠেছিল পাকিস্তানের মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠন। দফায় দফায় এনকাউন্টার চলছিল। বৃহস্পতিবার সকালে কাশ্মীর পুলিশ সূত্রে জানা যায়, কুলগাম ও অনন্তনাগে দুটি পৃথক অভিযানে ছয় জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত ৬ জনই জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর বলে জানিয়েছে পুলিশ। কাশ্মীর পুলিশের ইনস্পেকটর জেনারেল বিজয় কুমার বলছেন, জইশ গোষ্ঠীর ছয় সক্রিয় সদস্যকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। কুলগাম ও অনন্তনাগে গত কয়েকদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। জঙ্গিরা নাশকতার ছক কষছে গোয়েন্দা মারফৎ এমন খবর এসে পৌঁছেছিল। তক্কেই তক্কেই ছিল পুলিশ। বুধবার রাত থেকে ফের শুরু হয় অভিযান। সিআরপিএফ ও কাশ্মীর পুলিশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড অভিযান চালায়। জঙ্গিদের গোপন ডেরা খুঁজে আচমকা হামলা চালানো হয়। পুলিশ ও সেনা দেখে পাল্টা উত্তর দেয় জঙ্গিরাও। তবে তাদের প্রতি আক্রমণ ধোপে টেকেনি। লাগাতার গুলিবর্ষণে খতম হয় ৬ জঙ্গি। তাদের থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে বলে জানা গেছে। https://twitter.com/KashmirPolice/status/1476334916824489989?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1476334916824489989%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2F3-terrorists-killed-in-two-encounters-in-jammu-and-kashmir-2678712 গোয়েন্দা সূত্র বলছে, কাশ্মীর পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিল উপত্যকার অনেক জঙ্গিই। পরিবারের সঙ্গে মিলেমিশে সাধারণ জীবনযাপন করছিল তারা। কিন্তু এখন ফের তাদের মধ্যেও সক্রিয়তা দেখা গেছে। খবর মিলেছে, এইসব জঙ্গিদের টেনে নেওয়ার চেষ্টা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি আইএসআই-এর সঙ্গে হিজবুল মুজাহিদিন ও জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর কম্যান্ডারদের বৈঠক হয়েছে। মনে করা হচ্ছে, কাশ্মীর থেকে ফের তরুণ জঙ্গিদের দলে টানার চেষ্টা চলছে। উপত্যকায় সন্ত্রাস তৈরি করার ছকও কষছে আইএসআই। পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর মাথারা আগে নিজেদের মধ্যে আলোচনা করে প্রশিক্ষিত জঙ্গিদের বেছে ভারতে পাঠাত। উপত্যকার কম্যান্ডারদের সঙ্গে যোগাযোগ করা হত। কিন্তু এখন সে রাস্তা প্রায় বন্ধ। তাই সাইবার প্রযুক্তির সুবিধার নিয়ে এই কাজ শুরু হয়েছে। একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করছে জঙ্গিরা। ভুয়ো ভিডিও ছড়ানো হচ্ছে, গোপন লিঙ্ক পাঠানো হচ্ছে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, গত বছর অনলাইনে ডজন খানেক জঙ্গি মডিউলের পর্দা ফাঁস করা হয়েছিল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'