শেষ আপডেট: 23rd February 2020 13:40
দ্য ওয়াল ব্যুরো: মিড ডে মিলের দুধ খেয়ে অসুস্থ অসংখ্য স্কুল পড়ুয়া। আজমেঢ়ের একটি সরকারি স্কুলে ঘটেছে এই ঘটনা। হাসপাতালে ভর্তি করা হয়েছে ১৭ জন পড়ুয়াকে। চিকিৎসকরা জানিয়েছেন, সব পড়ুয়াদের অবস্থাই স্থিতিশীল। আজমেঢ়ের অর্জুন পুরা খালসা স্কুলে এই ঘটনা ঘটেছে। মিড ডে মিলে বাচ্চাদের যে দুধ দেওয়া হয়েছিল তা খেয়েই অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। পেটে ব্যথা শুরু হয় কারও। কেউবা নাগাড়ে বমি করতে শুরু করেন। গা-গোলানো, মাথা ভার এবং ঘোরার পাশাপাশি ডায়েরিয়ার উপসর্গও দেখা দেয় কিছু পড়ুয়ার ক্ষেত্রে। সংবাদ সংস্থা এএন আই-কে আজমেঢ়ের চিফ মেডিক্যাল হেলথ অফিসার (CMHO) কে কে সেনি জানিয়েছেন, এখন ১৭ জন বাচ্চার অবস্থাই স্থিতিশীল। অসুস্থ হওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই তাদের নিয়ে আসা হয় হাসপাতালে। শুরু হয় চিকিৎসাও। ইতিমধ্যেই মিড ডে মিলের খাবার এবং দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে। ওই স্কুল পরিদর্শনে গিয়েছে একটি বিশেষ মেডিক্যাল টিমও। মোট ৮০ জন পড়ুয়াকে পরীক্ষা করে দেখা হয়েছে। বাকিদেরও পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছে ওই মেডিক্যাল টিম। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। বাচ্চাদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা। পাছে মিড ডে মিলের খাবার খেয়ে তাঁদের সন্তানও অসুস্থ হয়ে পড়ে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অর্জুন পুরা গ্রামের প্রধান শক্তি রাওয়াত। স্কুল কর্তৃপক্ষের যাত কঠোর শাস্তি হয় সেই দাবিও তুলেছেন তিনি। গ্রামবাসীদেরও অভিযোগ স্কুল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই কাণ্ড ঘটেছে। অনেক বড় বিপদ হতে পারত। তবে এ যাত্রায় কমের উপর দিয়ে গিয়েছে।