Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
হাসিনাকে নিয়ে বিবিসি'র রিপোর্ট অসত্য, বিকৃত, এআই দিয়ে তৈরি, দাবি আওয়ামী লিগেরগুজরাতে সেতু ভেঙে নদীতে পড়ল গাড়ি, মৃত বেড়ে ১১, শোকপ্রকাশ ইউনুসের'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়ক
Howrah

উচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোল

অভিযোগ, বাপের বাড়ির লোকজনের সঙ্গে টেলিফোনে কথা বললেও নববধূ পরকীয়া করছে বলে সন্দেহ করা হত। 

উচ্চপদে কর্মরতা স্ত্রী, ইগো সমস্যার জেরেই কি নববধূকে 'খুন'? হাওড়ায় শোরগোল

শুভম ঘোষ ও অলঙ্কৃতা ঘোষ।

শেষ আপডেট: 19 June 2025 15:26

দ্য ওয়াল ব্যুরো: বিয়ের ৬ মাসের মধ্যে উদ্ধার হল নববধূর ঝুলন্ত দেহ (Unnatural Death)। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে হাওড়ার (Howrah) গোলাবাড়ি এলাকায়।

মৃত অলঙ্কৃতা সিনহা ঘোষের (২৬) বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য মেয়ের ওপর অত্যাচার করা হত। এমনকী স্ত্রী উচ্চপদে কর্মরতা বলে অলঙ্কৃতাকে নিয়ে তাঁর শ্বশুরবাড়ির লোকের ইগো সমস্যাও ছিল। অভিযোগ, বাপের বাড়ির লোকজনের সঙ্গে টেলিফোনে কথা বললেও নববধূ পরকীয়া করছে বলে সন্দেহ করা হত। 

এসবের প্রতিবাদ করার কারণেই শুভম ঘোষ ও তাঁর পরিবারের লোকেরা অলঙ্কৃতাকে খুন করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন মৃতার বাপের বাড়ির লোকজন।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।

পুলিশ সূত্রের খবর, অলঙ্কৃতা এবং শুভম দু'জনেই আইটি সেক্টরে কাজ করতেন। তবে অলঙ্কৃতা শুভমের চেয়ে অপেক্ষাকৃত উচ্চপদে কাজ করতো। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকেদের ইগোর সমস্যা ছিল বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। 


ভিডিও স্টোরি