অভিযোগ, বাপের বাড়ির লোকজনের সঙ্গে টেলিফোনে কথা বললেও নববধূ পরকীয়া করছে বলে সন্দেহ করা হত।
শুভম ঘোষ ও অলঙ্কৃতা ঘোষ।
শেষ আপডেট: 19 June 2025 15:26
দ্য ওয়াল ব্যুরো: বিয়ের ৬ মাসের মধ্যে উদ্ধার হল নববধূর ঝুলন্ত দেহ (Unnatural Death)। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছে হাওড়ার (Howrah) গোলাবাড়ি এলাকায়।
মৃত অলঙ্কৃতা সিনহা ঘোষের (২৬) বাপের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকেই পণের জন্য মেয়ের ওপর অত্যাচার করা হত। এমনকী স্ত্রী উচ্চপদে কর্মরতা বলে অলঙ্কৃতাকে নিয়ে তাঁর শ্বশুরবাড়ির লোকের ইগো সমস্যাও ছিল। অভিযোগ, বাপের বাড়ির লোকজনের সঙ্গে টেলিফোনে কথা বললেও নববধূ পরকীয়া করছে বলে সন্দেহ করা হত।
এসবের প্রতিবাদ করার কারণেই শুভম ঘোষ ও তাঁর পরিবারের লোকেরা অলঙ্কৃতাকে খুন করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন মৃতার বাপের বাড়ির লোকজন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে বলা যাবে।
পুলিশ সূত্রের খবর, অলঙ্কৃতা এবং শুভম দু'জনেই আইটি সেক্টরে কাজ করতেন। তবে অলঙ্কৃতা শুভমের চেয়ে অপেক্ষাকৃত উচ্চপদে কাজ করতো। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকেদের ইগোর সমস্যা ছিল বলেও অভিযোগ। পুলিশ জানিয়েছে, তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে।