শেষ আপডেট: 8th November 2024 11:58
দ্য ওয়াল ব্যুরো: গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে কলকাতা ও হাওড়াকে ইতিমধ্যেই জুড়েছে মেট্রোরেল। লক্ষ লক্ষ যাত্রীর সুবিধা হয়েছে এই ব্যবস্থায়। এবার সেই একইভাবে, গঙ্গার নীচে দিয়ে কলকাতা থেকে হাওড়া পর্যন্ত আরও একটি সুড়ঙ্গ পথ তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। গাড়ি চলবে সেটি দিয়ে।
কেন্দ্রীয় সরকারের একটি সাম্প্রতিক রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, মূলত পণ্যবাহী ট্রাক চলাচলের জন্যই এই সুড়ঙ্গ তৈরি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এতে হাওড়া ব্রিজের উপর ভারী গাড়ি চলার চাপ অনেকটাই কমবে। হাল্কা হবে দ্বিতীয় হুগলি সেতুও।
সরকারি সূত্রের খবর, রাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের। ‘প্রধানমন্ত্রী গতিশক্তি’ প্রকল্পের অধীনে আগামী বছর থেকেই শুরু হতে পারে খোঁড়াখুঁড়ির কাজ।
জানা যাচ্ছে, বন্দর থেকে পণ্যবাহী ট্রাকগুলিকে সরাসরি জাতীয় সড়কে নিয়ে যাওয়ার ভাবনাচিন্তা আজকের নয়। অনেক দিন ধরেই এই নিয়ে কথা হয়েছে। ২০২২ থেকেই খিদিরপুর বন্দর কর্তৃপক্ষ আলোচনা করেছে, গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ তৈরি সম্ভব কিনা। কারণ তাহলে বন্দর এলাকা থেকে সেই পথ ধরেই জাতীয় সড়কে উঠতে পারবে ট্রাকগুলি।
কেন্দ্রীয় জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের তরফেও জানানো হয়েছে, সুড়ঙ্গ নির্মাণের কাজ শুরু হবে তাড়াতাড়িই। কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতীন গড়কড়ীকে এই সুড়ঙ্গের প্রস্তাব দিয়েছিলেন শান্তনুই। এ জন্য প্রাথমিক ভাবে ১১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। বন্দর থেকে জাতীয় সড়ক পর্যন্ত মোট ১৫ কিলোমিটায় দীর্ঘ হবে এই রাস্তা। তার মধ্যে জলের তলা দিয়ে সুড়ঙ্গটি হবে ৮ কিলোমিটার দীর্ঘ।