শেষ আপডেট: 22nd September 2023 18:56
দ্য ওয়াল ব্যুরো: 'আলো আমার আলো ওগো আলোয় ভুবন ভরা', সত্যিই আলো না থাকলে ভুবন কেমন ফাঁকা ফাঁকাই লাগে। তেমনই কলকাতার মানুষের জীবন আলো দিয়ে ভরিয়ে তুলতে সম্প্রতি ঊষা ইন্টারন্যাশনাল তাঁর নতুন একটি স্টোর 'তিসভা লাইটিং স্টুডিও' (Tisva Lighting Studio) লঞ্চ করল কলকাতার তপসিয়া রোডের ট্রিনিটি টাওয়ারে (New lighting studio opened at Kolkata)।
তিসভা লাইটিং স্টুডিও এমন একটি ব্র্যান্ড যা শুধু আপনার ঘর বা অফিস নয়, আপনার জীবনকে আলোময় করে তুলবে। তিসভার প্রেসিডেন্ট এবং বিজনেস হেড বিকাশ গান্ধী জানান, 'এই স্টোরের যে কোনও জিনিসের ডিজাইন যেমন আধুনিক তেমন টেকসই। একটু অন্যরকম অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়েই এই স্টোরটি চালু করা। আমাদের জিনিস কেবল আপনার বাড়ির কোণে পড়ে থাকা কোনও আসবাবপত্র হবে না, বরং আপনার জীবনের অন্যতম চিরন্তন সাথী হবে।'
বাংলা ছবির সুপারস্টার ঋতুপর্ণা সেনগুপ্ত এই স্টোর লঞ্চে এসে বলেন, 'এখানে এসে এত সুন্দর সুন্দর আলো দেখে আমার নিজের বাড়ির জন্যেই অনেককিছু কিনতে ইচ্ছে করছে। তিসভা স্টুডিও আপনাকে এক অভূতপূর্ব অভিজ্ঞতা দেবে।'
আরও পড়ুন: নারী সেবা সংঘে 'সৃজনী'র দু'দিনের প্রদর্শনী, থাকছে এক্সক্লুসিভ পুজোর সম্ভার