শেষ আপডেট: 11th July 2022 05:20
'মা' ফ্লাইওভারে হঠাৎ গাড়ি বিকল? এক ফোনেই মিলবে সাহায্য, চালু হল নতুন হেল্পলাইন নম্বর
দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দীর্ঘতম উড়ালপুল ‘মা’ (maa flyover)। ব্যস্ততম বললেও অত্যুক্তি হয় না। প্রতিদিন ৯.২ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারের উপর দিয়ে অজস্র যান চলাচল করে। সেই সব গাড়ির চালকদের সুবিধার্থে নতুন একটি হেল্পলাইন নম্বর চালু করল কলকাতা পুলিশ (Kolkata Police)।
কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে সোমবার এই নতুন হেল্পলাইন নম্বরটি জানানো হয়েছে। বলা হয়েছে ‘মা’ ফ্লাইওভারের উপর দিয়ে চলাচলের সময় কোনও গাড়ি যদি যান্ত্রিক সমস্যার মুখোমুখি হয় তবে ওই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। একটি কলেই মিলবে সাহায্য।

প্রতিদিন প্রচুর গাড়ি যাতায়াত করে এই ‘মা’ ফ্লাইওভারের উপর দিয়ে। প্রায় প্রতিদিনই কোনও না কোনও গাড়ি কিছু না কিছু সমস্যায় পড়ে। এত বড় উড়ালপুল পার করতে গিয়ে মাঝপথেই কিছু কিছু গাড়ি বিকল হয়ে পড়ে। এতে সংশ্লিষ্ট গাড়ির চালকের হয়রানি তো বটেই, উড়ালপুল দিয়ে অন্যান্য যেসব গাড়ি চলে তাদেরও অসুবিধা হয়। যান চলাচল ব্যাহত হয়ে পড়ে মাঝেমধ্যেই।

এই সমস্যার সমাধানেই নতুন হেল্পলাইন নম্বরটি চালু করেছে কলকাতা পুলিশ। ‘মা’ উড়ালপুলের উপর কোনও গাড়ি বিপাকে পড়লে ওই হেল্পলাইন নম্বরে ফোন করতে হবে। কলকাতা পুলিশের তরফে তৎক্ষণাৎ সাহায্য পাঠানো হবে গাড়ির চালকের জন্য। কলকাতা পুলিশের ওই হেল্পলাইন নম্বরটি হল ১০৭৩।