শেষ আপডেট: 1st April 2024 12:35
দ্য ওয়াল ব্যুরো: কর্মচারী প্রভিডেন্ট ফান্ডের নয়া নিয়ম আজ, সোমবার, ১ এপ্রিল থেকে চালু হচ্ছে। দি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন একটি স্বয়ংক্রিয় ট্রান্সফার সিস্টেম চালু করেছে। যার ফলে যে কারও প্রভিডেন্ট ফান্ড ব্যালান্স অটোমেটিকভাবে তাঁর অ্যাকাউন্টে চলে যাবে। এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। এদিন থেকেই শুরু হচ্ছে নয়া আর্থিক বর্ষ। গত বাজেটে ঘোষিত নয়া আয়কর যুগসহ বেশ কিছু বিধি এদিন চালু হচ্ছে এদিন। তার মধ্যে অন্যতমটি হল কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ে দৌড়াদৌড়ির শেষ হতে চলেছে।
নতুন অর্থবর্ষে ন্যাশনাল পেনশন স্কিম, ইপিএফও, আয়কর, ফাস্ট্যাগ ছাড়াও বেশ কিছু আর্থিক নিয়মে বদল আনা হয়েছে। এগুলো জেনে রাখলে বিধিভঙ্গের মাথাব্যথা এড়ানো যাবে।
নতুন ইপিএফও বিধি
এখন থেকে চাকরি বদলের পর পিএফের টাকা পাওয়া সহজতর হয়ে যাবে। পিএফ সংস্থা অটোমেটিক ট্রান্সফার সিস্টেম চালু করেছে ব্যালান্স টাকা ফেরতের জন্য। অর্থাৎ একটি চাকরি ছেড়ে অন্যটিতে যোগ দেওয়ার পর পিএফের টাকা ট্রান্সফারের জন্য আবেদন-ঘোরাঘুরির দিন শেষ। পিএফ সংস্থা আপনার ব্যালান্স টাকা নতুন কোম্পানির অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকিয়ে দেবে। এর ফলে অবসরের পর যে পুঁজির উপর নির্ভরশীল থাকতে হয়, তাতে কোনও বাধা আসবে না। এটা কর্মচারীদের পক্ষে এক বিরাট প্রাপ্তি।
নয়া আয়কর যুগ
নতুন করবিধির কথা অনেকদিন আগে থেকেই চালু হয়েছিল। এদিন থেকে নয়া করবিধি দেশে ডিফল্ট অপশন হিসেবে কার্যকর হতে চলেছে। অর্থাৎ কর প্রদান অথবা রিটার্ন দাখিলের সময় আপনি যতক্ষণ না পুরনো করবিধি বেছে নিচ্ছেন, ততক্ষণ আপনার আয়কর নয়া নীতিকে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। যদিও কর কাঠামোয় কোনও পরিবর্তন হচ্ছে না ফিনান্সিয়াল ইয়ার ২০২৪-২৫ (কর বর্ষ ২০২৫-২৬)-এ। অর্থাৎ, আপনার বার্ষিক আয় যদি ৭ লক্ষ টাকা কিংবা তার কম হয়, তাহলে আপনাকে নয়া বিধিতে আপনাকে কোনও কর দিতে হবে না।
ন্যাশনাল পেনশন স্কিম (এনপিএস)
এই যোজনায় ১ এপ্রিল থেকে পিএফআরডিএ প্রয়োগ করা হচ্ছে অতিরিক্ত নিরাপত্তার জন্য। এতে আধারভিত্তিক অথিন্টিকেশন লাগবে সিআরএ সিস্টেমে কাজ করতে। লাগবে পাসওয়ার্ড। গত ১৫ মার্চ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছিল।
ছুটির টাকা বাবদ করছাড়ের পরিমাণ বৃদ্ধি
বেসরকারি চাকরিতে ছুটি বিক্রির টাকা থেকে ২০২২ সালে কর ছাড় মিলত। এর পরিমাণ ছিল ৩ লক্ষ টাকা। এবছর থেকে তা বেড়ে হল ২৫ লক্ষ টাকা।