শেষ আপডেট: 8th January 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: স্বাস্থ্যসাথীতে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই একাংশ চিকিৎসক এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষর বিরুদ্ধে তদন্তে নেমেছে স্বাস্থ্য দফতর। এরই মধ্যে এবার স্বাস্থ্যসাথীতে নয়া দুর্নীতির অভিযোগ সামনে এল। যার জেরে এবার বিতর্কে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
সূত্রের খবর, স্বাস্থ্যসাথী প্রকল্পে হাসপাতাল থেকে রোগীকে বাড়ি ফিরতে ২০০ টাকা দেওয়া হয়। হাসপাতাল থেকে ছুটির পর রোগী সহায়তা কেন্দ্র থেকে এই টাকা দেওয়া হয় রোগীকে। এজন্য স্লিপে রোগীর নাম, ফোন নম্বর লিখে সই করতে হয়। অভিযোগ, সই জাল করে কয়েক হাজার রোগীর বাড়ি ফেরার ওই ২০০ টাকা করে মোট কোটি টাকা জালিয়াতি করা হয়েছে।
কীভাবে বিষয়টি প্রকাশ্যে এল? সূত্রের দাবি, স্বাস্থ্য সাথীর দুর্নীতির তদন্তে নেমে এই বিষয়টি জানতে পারেন তদন্তকারীরা। জানা যায়, রোগী সহায়তা কেন্দ্রে জমা দেওয়া রোগীদের স্লিপে যে ফোন নম্বর রয়েছে, সেগুলিতে যোগাযোগ করেই এই জালিয়াতির কথা জানতে পেরেছেন স্বাস্থ্য কর্তারা।
বেশ কিছু ফোন নম্বরের বাস্তব কোনও অস্তিত্ত্ব নেই। কয়েকটির আবার ফোন ধরে অপরপ্রান্ত থেকে দাবি করা হয়েছে, রং নাম্বার। যা থেকে মনে করা হচ্ছে, রোগীদের সই জাল করে অন্য নম্বর দিয়ে এই টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।
আর এখানেই নাম জড়াচ্ছে কলকাতা মেডিক্যালের। কারণ, সংশ্লিষ্ট মেডিক্যালের রোগী সহায়তা কেন্দ্র থেকে জমা দেওয়া রোগীদের স্লিপেই এই গরমিল সামনে এসেছে। যদিও এ ব্যাপারে কলকাতা মেডিক্যাল কর্তৃপক্ষর কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।