Date : 9th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
'২১ জুলাই এখন শহিদ দিবস নয়, হয়ে উঠেছে পিকনিক দিবস,' কটাক্ষ অধীর চৌধুরীর২ বাংলায় কি একই সময় ভোট? বাংলাদেশের প্রধান উপদেষ্টার কথায় জল্পনা, ভালমন্দ নিয়ে চর্চা শুরু এবার ভারতে পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক! গ্রামেও মিলবে হাইস্পিড ইন্টারনেটকোচিং নয়, এবার কোর্টের ডাক! কর ফাঁকির অপরাধে কার্লো অ্যান্সেলোত্তিকে হাজতবাসের নির্দেশ ‘স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করলে চুপ থাকব?’, ডাক্তার নিগ্রহের অভিযোগ উঠতেই বিস্ফোরক কাঞ্চনরাজন্যার বিরুদ্ধে সরব বৈশালী, বললেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে দলকে কালিমালিপ্ত করছে’ক্যান্টিন কর্মীকে মারধরের ঘটনায় ক্ষুব্ধ ফড়নবিস, 'নিন্দনীয় ঘটনায়' উপযুক্ত পদক্ষেপের দাবিওড়িশায় গাড়িতে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু! কীভাবে দুর্ঘটনা? দ্য ওয়ালকে বললেন তৃণমূল বিধায়কBihar Bandh: রাহুল গান্ধীর মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল পাপ্পু যাদব, কানাইহা কুমারকে, ভাইরাল ভিডিওউত্তমকুমারের না, শরৎচন্দ্রের শ্রীকান্তর ভূমিকায় গুরু দত্ত আর অভয়া হয়ে এলেন গীতা দত্ত
Thakurnagar

বড়মার ঘরের দখল নিয়ে ফের তেতে উঠল ঠাকুরবাড়ি, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী

ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে নতুন করে উত্তেজনা। বড়মা বীণাপাণি দেবীর ঘর থেকে উদ্ধার হওয়া নথি পুলিশ মমতাবালা ঠাকুরকে ফেরত দিতেই সোমবার বিকেলে নতুন করে তেতে ওঠে ঠাকুরবাড়ি। 

বড়মার ঘরের দখল নিয়ে ফের তেতে উঠল ঠাকুরবাড়ি, ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী

শেষ আপডেট: 8 April 2024 12:16

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে নতুন করে উত্তেজনা। বড়মা বীণাপাণি দেবীর ঘর থেকে উদ্ধার হওয়া নথি পুলিশ মমতাবালা ঠাকুরকে ফেরত দিতেই সোমবার বিকেলে নতুন করে তেতে ওঠে ঠাকুরবাড়ি। 

রবিবার সন্ধ্যায় বীণাপাণি দেবীর মন্দির চত্বরে তুমুল উত্তেজনা ছড়ায়। মমতাবালা ঠাকুরের অভিযোগ, বড় মা বীণাপাণি দেবীর ঘর জোর করে শান্তনু ঠাকুরের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী দখল করে নিয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকজন ভক্তকে মারধরও করা হয়েছে। তারপরই তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয় । যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। 

এই ঘটনা নিয়ে রবিবার থেকে নতুন করে উত্তেজনা ছড়ায়। মমতাবালা ঠাকুর অভিযোগ করেন, তাঁকে এবং তাঁর মেয়েকে সারারাত বাড়ির বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন তিনি। অন্যদিকে শান্তনু  বলেন, ''মুখ্যমন্ত্রী এমন একজনকে সাংসদ বানিয়েছেন যিনি ঠাকুরবাড়ির গরিমা, ইতিহাস, সৌজন্য কিছু জানেন না। আমি ডাকাতি করতে বা চুরি করতে ঢুকিনি। হেরিটেজ করা হবে বলে অনেকবার ওই ঘরের তালা খুলতে বলা হয়েছিল। কিন্তু কেউ শোনেননি। বলা হয়েছে চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়েই ভক্তরা তালা ভেঙেছে। আমি তাঁদের সমর্থন করেছি।"

রবিবারই শান্তনুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মমতাবালা। এরপরই এ দিন পুলিশ রাজ্যসভার তৃণমূল সাংসদের হাতে ঘর থেকে উদ্ধার নথি তুলে দেয়। তারপরেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। স্লোগান-পাল্টা স্লোগানে তেতে ওঠে ঠাকুরবাড়ির প্রাঙ্গন। বড়মার ঘরের দখল কে নেবে তাই নিয়ে শান্তনু ও মমতাবালার অনুগামীদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।


ভিডিও স্টোরি