শেষ আপডেট: 8 April 2024 12:16
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে নতুন করে উত্তেজনা। বড়মা বীণাপাণি দেবীর ঘর থেকে উদ্ধার হওয়া নথি পুলিশ মমতাবালা ঠাকুরকে ফেরত দিতেই সোমবার বিকেলে নতুন করে তেতে ওঠে ঠাকুরবাড়ি।
রবিবার সন্ধ্যায় বীণাপাণি দেবীর মন্দির চত্বরে তুমুল উত্তেজনা ছড়ায়। মমতাবালা ঠাকুরের অভিযোগ, বড় মা বীণাপাণি দেবীর ঘর জোর করে শান্তনু ঠাকুরের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী দখল করে নিয়েছে। শুধু তাই নয়, বেশ কয়েকজন ভক্তকে মারধরও করা হয়েছে। তারপরই তৃণমূলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করা হয় । যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।
এই ঘটনা নিয়ে রবিবার থেকে নতুন করে উত্তেজনা ছড়ায়। মমতাবালা ঠাকুর অভিযোগ করেন, তাঁকে এবং তাঁর মেয়েকে সারারাত বাড়ির বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেন তিনি। অন্যদিকে শান্তনু বলেন, ''মুখ্যমন্ত্রী এমন একজনকে সাংসদ বানিয়েছেন যিনি ঠাকুরবাড়ির গরিমা, ইতিহাস, সৌজন্য কিছু জানেন না। আমি ডাকাতি করতে বা চুরি করতে ঢুকিনি। হেরিটেজ করা হবে বলে অনেকবার ওই ঘরের তালা খুলতে বলা হয়েছিল। কিন্তু কেউ শোনেননি। বলা হয়েছে চাবি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই বাধ্য হয়েই ভক্তরা তালা ভেঙেছে। আমি তাঁদের সমর্থন করেছি।"
রবিবারই শান্তনুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মমতাবালা। এরপরই এ দিন পুলিশ রাজ্যসভার তৃণমূল সাংসদের হাতে ঘর থেকে উদ্ধার নথি তুলে দেয়। তারপরেই তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। স্লোগান-পাল্টা স্লোগানে তেতে ওঠে ঠাকুরবাড়ির প্রাঙ্গন। বড়মার ঘরের দখল কে নেবে তাই নিয়ে শান্তনু ও মমতাবালার অনুগামীদের মধ্যে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।