শ্বেতার বিরুদ্ধে অভিযোগের তালিকা অবশ্য এখানেই শেষ নয়। ভুয়ো ইভেন্ট সংস্থা চালিয়ে চাকরির টোপ, সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগও রয়েছে।
শ্বেতা খান
শেষ আপডেট: 5 July 2025 13:57
দ্য ওয়াল ব্যুরো: পর্নকাণ্ড এবং তরুণী নির্যাতনের (Sodepur Woman Assault) ঘটনায় গ্রেফতার হয়েছিলেন ডোমজুড়ের বাসিন্দা শ্বেতা খান (Sweta Khan)। এখন তার বিরুদ্ধে আরও অভিযোগ উঠল। শ্বেতার বিরুদ্ধে জালিয়াতির মামলা (Scam Case) দায়ের করেছে পুলিশ।
সোদপুরের এক তরুণীকে বাড়িতে আটকে রেখে নির্যাতনের ঘটনায় সংবাদে আসেন শ্বেতা এবং তার ছেলে আরিয়ান। তাদের বিরুদ্ধে মারধরের পাশাপাশি চুল কেটে নেওয়ার অভিযোগ করেছিলেন সোদপুরের নির্যাতিতা। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতারি হয়েছে। তবে এবার শ্বেতার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে।
বিভিন্ন নামে আধার কার্ড, ভোটার কার্ড এবং প্যান কার্ড বানিয়ে বিভিন্ন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার অভিযোগ রয়েছে শ্বেতার বিরুদ্ধে। সেই কারণে তাকে নিজেদের হেফাজতে রেখে জেরা করতে চায় পুলিশ। শনিবার আদালতের কাছে এই প্রেক্ষিতেই আবেদন করেছিলেন তদন্তকারীরা। বিচারক সেই আর্জিতে সাড়া দিয়ে শ্বেতাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
শ্বেতার বিরুদ্ধে অভিযোগের তালিকা অবশ্য এখানেই শেষ নয়। ভুয়ো ইভেন্ট সংস্থা চালিয়ে চাকরির টোপ, সেক্স ব়্যাকেট চালানোর অভিযোগও রয়েছে। তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন শ্বেতা! হাওড়া আদালতে নিয়ে যাওয়ার সময়ে তিনি দাবি করেন, তাঁকে ফাঁসানো হচ্ছে।
আরিয়ানের কথা সবাই জানে। কিন্তু এটা অনেকেই জানেন না যে, শ্বেতার একটি মেয়েও ছিল। সে মারা গেছে। শ্বেতার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিমের দাবি, তার জন্যই তাদের মেয়ে অকালে চলে গেছে। আর এখন ছেলেও ভুল পথে চালিত হচ্ছে। এক কথায়, সব কিছুর জন্য তিনি শ্বেতাকেই দায়ী করেছেন।
স্থানীয়দের একাংশের দাবি, ফকিরপাড়া এলাকায় প্রাক্তন স্বামীর রেখে যাওয়া বিপুল সম্পত্তির অধিকার এখন শ্বেতার হাতেই। এলাকায় তাঁর একটি বড় বাড়ি রয়েছে, যেখানে ভাড়াটে রেখেছেন তিনি। পাশাপাশি ছিল, হাওড়ার বাঁকড়ার বাড়ি। এখানেই ছেলের সঙ্গে থাকতেন শ্বেতা।