পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশুদিন ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন নিউ ব্যারাকপুরের বাসিন্দা সৌমিত্র রায়। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
অপহৃত ব্যবসায়ী উদ্ধার
শেষ আপডেট: 2 July 2025 11:08
দ্য ওয়াল ব্যুরো: নিউ ব্যারাকপুরে এক ব্যবসায়ীকে অপহরণ (New Barrackpore Kidnapping) করে মুক্তিপণের দাবি। ২৪ ঘন্টার মধ্যেই তাঁকে উদ্ধার করে অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত পরশুদিন ব্যবসায়িক কাজে বাড়ি থেকে বেরিয়েছিলেন নিউ ব্যারাকপুরের বাসিন্দা সৌমিত্র রায়। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।
এরপরই সৌমিত্রর স্ত্রীর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপ মেসেজে মুক্তিপণের দাবি জানানো হয়। প্রথমে দাবি ছিল পাঁচ লক্ষ টাকা, পরে তা বাড়িয়ে আট লক্ষ টাকা করা হয়।
ব্যবসায়ীর স্ত্রী বলেন, আমার স্বামী একটি মেসেজ পাঠিয়ে জানায় দুষ্কৃতীরা তাঁকে তুলে নিয়ে গিয়েছেন। তিনি বেশি কথা বলতে পারবেন না। টাকার জন্য অনবরত চাপ দেওয়া হচ্ছে।
ঘটনার গুরুত্ব বুঝে ব্যবসায়ীর স্ত্রী দ্রুত নিউ ব্যারাকপুর থানায় (New Barrackpore PS) লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই পুলিশ প্রযুক্তির সাহায্যে তদন্ত শুরু করে। মোবাইল ট্র্যাক (Mobile Tracking) করে অভিযুক্তদের অবস্থান চিহ্নিত করে সল্টলেকের একটি ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। সেখান থেকেই উদ্ধার করা হয় অপহৃত সৌমিত্র রায়কে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহরণকারীরা তাঁকে দু’দিন ধরে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং টাকা আদায়ের জন্য চাপ দেয়। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে।
ঘটনায় আরও কেউ জড়িত কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। অপহরণের পিছনে কোনও পরিকল্পিত চক্র রয়েছে কিনা, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।