শেষ আপডেট: 30th November 2021 09:31
দ্য ওয়াল ব্যুরো: গত বাদল অধিবেশনে 'উচ্ছৃঙ্ল আচরণে'র (unruly behaviour) দায়ে রাজ্যসভা (rajyasabha) থেকে সাসপেন্ড (suspension) ১২ বিরোধী সাংসদের (opposition) (mp) ক্ষমা (apology) চাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেন রাহুল গাঁধী (rahul gandhi)। সোমবার ১২ জনকে সংসদের চলতি শীতকালীন অধিবেশনের বাকি মেয়াদের জন্য সাসপেন্ড করা হলেও সমঝোতার রাস্তা খোলা রেখে সংসদ বিষয়কমন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, রাজ্যসভা চেয়ারম্যানের কাছে ক্ষমা চাইলে সরকার সাসপেনশন প্রত্যাহারের কথা খোলা মনে ভেবে দেখবে। কিন্তু কংগ্রেস শীর্ষ নেতা জানিয়ে দেন, কখনও না! প্রাক্তন কংগ্রেস সভাপতির প্রশ্ন, কিসের জন্য ক্ষমা? সংসদে মানুষের ইস্যু তোলার জন্য? কখনই নয়।
আরজেডি এমপি মনোজ ঝা-ও বলেন, কীসের জন্য ক্ষমা! সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এর কোনও নজির নেই। পুরোটাই অগণতান্ত্রিক, বেআইনি, অসাংবিধানিক। আমরা সরকারের সঙ্গে কথা বলতে চাই। কোনও উপায় না বেরলে গোটা অধিবেশন বয়কটের কথা ভাবা উচিত। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গেও ক্ষমা চাওয়ার প্রশ্ন বাতিল করে বলেন, সরকার বিরোধী কণ্ঠস্বর দমন করার চেষ্টা করছে। ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না।किस बात की माफ़ी? संसद में जनता की बात उठाने की?
बिलकुल नहीं! — Rahul Gandhi (@RahulGandhi) November 30, 2021