শেষ আপডেট: 14th December 2021 13:54
দ্য ওয়াল ব্যুরো: ভারতে নেটফ্লিক্স তার সাবস্ক্রিপশন চার্জ কমিয়ে দিয়েছে আজই। প্রায় ৬০ শতাংশ কমানো হয়েছে এই দাম। এখন থেকে সবচেয়ে কম মাত্র ১৪৯ টাকাতেই মিলবে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন। ওটিটি প্ল্যাটফর্মে আজকাল অনেক ছবি অনেক সিরিজ মুক্তি পায়। কোভিড লকডাউনের আবহে ওটিটি-র জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। নেটফ্লিক্সের জনপ্রিয়তার পাল্লাও বরাবরই ভারী। সাবস্ক্রিপশন যাদের নেই তারাও কোনও না কোনওভাবে জোগাড় করে নেন। চেনা-পরিচিতিদের কাছে নেটফ্লিক্স বা অন্য যে কোনও ওটিটি মাধ্যমের পাসওয়ার্ড শেয়ার করেন অনেকেই। যাতে তারাও ওই প্ল্যাটফর্মের অবাধে যাতায়াত করতে পারেন, সেই কারণেই এই কারচুপি। আজকাল হামেশাই এমনটা দেখা যায়। কিন্তু এক জায়গায় নেটফ্লিক্সের পাসওয়ার্ড শেয়ার করা বারণ আছে। তা করলে পড়তে হতে পারে আইনি জটিলতায়। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্য এমন নিয়ম চালু রয়েছে। সেখানে নেটফ্লিক্সের পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা বেআইনি। করলে শাস্তি হতে পারে কড়া।