দ্য ওয়াল ব্যুরো: আজ ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকী। দেশের নানা প্রান্তের মতোই হাওড়ার উলুবেড়িয়ার পরতে পরতে জড়িয়ে আছে নেতাজির স্মৃতি। স্বাধীনতা সংগ্রামের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বারবার এই অঞ্চলে এসেছেন তিনি। তবে একটি ঘটনা তাঁকে অবাক করেছিল। এই উলুবেড়িয়াতেই একবার তাঁকে শুনতে হয়েছিল 'গো-ব্যাক' স্লোগান।
উলুবেড়িয়ায় কী হয়েছিল?
১৯৪০ সালের ৫ মে, রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বসু উলুবেড়িয়া রেলস্টেশনে পৌঁছন। এরপর তিনি গরুহাটা ময়দানে বিশাল জনসভায় ভাষণ দেন, যেখানে প্রায় ৮ হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাঁর জ্বালাময়ী বক্তব্যে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত হয় উলুবেড়িয়াবাসী। একই দিনে বাগনানে আর একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়েই তিনি শুনতে পান 'গো-ব্যাক' স্লোগান।
কে বা কারা এই স্লোগান দিয়েছিল? জানা যায়, সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে সেই সময় 'গো-ব্যাক' স্লোগান তুলেছিলেন কমিউনিস্ট নেতা মানবেন্দ্র রায়ের অনুগামীরা। কংগ্রেসি নেতাকে দেখে তাঁরা বিক্ষোভ দেখান, কারণ সেসময় তাঁরা ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্য একটি পথ অনুসরণ করছিলেন।