শেষ আপডেট: 13th March 2025 10:55
দ্য ওয়াল ব্যুরো: সম্পত্তি নিয়ে বিবাদের জেরে কাকাকে হাতুড়ি মেরে খুন করল ভাইপো! ঘটনার নৃশংসতায় হতবাক প্রতিবেশীরা। পরে অভিযোগের ভিত্তিতে ভাইপো ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তর ২৪ পরগনার বনগাঁ (Bangaon) থানার চাঁদা জামতলা এলাকার ঘটনা। খবর পেয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ধৃতদের আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন আজিফা ও তাঁর ছেলে ইয়ানুর। মৃত ব্যক্তির নাম হানিফ মণ্ডল।
স্থানীয় সূত্রের খবর, সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এদিন তা চরমে পৌঁছয়। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা ইয়ানুর ও আজিফা হানিফকে ধরে হাতুড়িতে করে তার মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে পঞ্চাশোর্ধ হানিফ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হানেফের বউমা মুসলিমা মণ্ডল বলেন, "কাকারা আমাদের জয়গা দখল করে সিঁড়ি বানাচ্ছিল। আমার শ্বশুর বাধা দেন। তখনই কাকা শ্বশুরের ছেলে ও বউ আমার বাবাকে আক্রমণ করে। হাতুড়িকে করে মাথায় আঘাত করে। মৃত্যু নিশ্চিত করতে ইটে করে মাথা থেঁতলে দেয়।"