উচ্চ-মাধ্যমিকে প্রথম রূপায়ণ পাল নজর কাড়ল নিট পরীক্ষাতেও। মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশে কুড়িতম স্থান অধিকার করেছে বর্ধমানের রূপায়ণ।
শেষ আপডেট: 14 June 2025 14:16
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: উচ্চ-মাধ্যমিকে প্রথম রূপায়ণ পাল নজর কাড়ল নিট পরীক্ষাতেও (NEET Result 2025)। মেডিকেলে ভর্তি পরীক্ষায় দেশে কুড়িতম স্থান অধিকার করেছে বর্ধমানের রূপায়ণ।
এবারে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিল সিএমএস হাইস্কুলের ছাত্র রূপায়ণ পাল। তখনই সে জানিয়েছিল ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান নিয়েই পড়তে চায় (UG Medical NEET)। এদিন নিট পরীক্ষায় নজরকাড়া ফল করে রূপায়ন জানায়, দিল্লি এইমসে ভর্তি হতে চায় সে। শিক্ষা শেষ হবার পর অবশ্য বাংলাতেই ফিরে আসার ইচ্ছে রয়েছে তার। তাঁর কথায়, "বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের হতাশ হওয়ার কিছু নেই। তারাও সর্বভারতীয় পরীক্ষায় সাফল্য পাচ্ছে।"
পূর্ব বর্ধমান জেলার এই কৃতী বরাবরই মেধাবী। স্কুলেও ভাল রেজাল্ট করত। তাই এই ফল খুব অপ্রত্যাশিত ছিল না। তবে উচ্চ মাধ্যমিকে একেবারে শীর্ষস্থান দখল করে নেবে তা একেবারেই ভাবনাতীত ছিল রূপায়ণের। তার বাবা-মা, দু’জনেই ইংরেজির শিক্ষক। তাঁরা যথাসাধ্য সাহায্য করেছেন ছেলের পড়াশোনাতে। ক্লাস এইটে পড়ার সময় থেকেই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিও নিত সে।
অধিকাংশ সময় বইয়ে মুখ গুঁজে কাটত ঠিকই, কিন্তু সুযোগ বুঝলেই ঢুঁ মারত গোয়েন্দা গল্পের দুনিয়ায়। অবসরে চোখ রাখত খেলার চ্যানেলেও। ছোট থেকেই স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। সেই স্বপ্ন পূরণের দিকে আরও এক ধাপ এগোল
বর্ধমানের ছাত্র রূপায়ণ।