শেষ আপডেট: 1st November 2021 18:00
দ্য ওয়াল ব্যুরো: নিট (NEET) পরীক্ষার আন্ডার গ্রাজুয়েটের ফল প্রকাশ হল সোমবার। এতে ফুল মার্কস পেয়েছেন তিন পড়ুয়া। ৭২০ নম্বরের পরীক্ষায় তাঁদের তিন জনের প্রাপ্ত নম্বরই ৭২০। কাটা যায়নি এক নম্বর। এই দুর্ধর্ষ রেজাল্ট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হইচই। নিট পরীক্ষায় সাফল্যের শীর্ষে এই তিন মেধাবী পড়ুয়া হলেন তেলেঙ্গনার মৃনাল কুট্টেরি, দিল্লির তন্ময় গুপ্তা ও মহারাষ্ট্রের কার্তিকা জি নায়ার। তাঁদের র্যাঙ্ক যথাক্রমে প্রথম দ্বিতীয় এবং তৃতীয়। কার্তিকা জি নায়ার মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। ১২ সেপ্টেম্বর নিট পরীক্ষা হয়েছিল। ১৬ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছিলেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এই মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করে থাকে। কাট-অফের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করবে এনটিএ। এবছর পরীক্ষাকেন্দ্রে সঠিকভাবে নিয়ম না মানায় ১৫ জনের পরীক্ষা বাতিল করতে হয়েছে, জানিয়েছে এনটিএ। এনটিএ নিটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ইতিমধ্যেই রেজাল্ট ইমেলের মাধ্যমেও জানিয়ে দেওয়া হয়েছে সকলকে। রেজাল্টের ভিত্তিতে কবে থেকে কাউন্সেলিং শুরু হবে, তা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।